টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল ১০টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।
কারখানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কারখানাটির ১১৬ জন শ্রমিকের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। পরে শ্রম আইন অনুযায়ী তাঁদের সবার পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্যান্য শ্রমিক কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন অন্য শ্রমিকেরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
রোববার সকালে ফের কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘পূর্বে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কারখানায় বিশেষ ভূমিকা পালন করেন ওই ১১৬ জন চাকরিচ্যুত শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ তাঁদের চিহ্নিত করে রাখেন। এ মাসে তাঁদের ছাঁটাই করা হয়। কয়েক দিন ধরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনরায় নিয়োগের দাবি জানিয়ে এসেছি। আজ সকালে কাজে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পাই।’
কারখানা মালিক মো. রাকিব সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, ‘শ্রমিকদের অযৌক্তিক দাবি মানা সম্ভব নয়। উচ্ছৃঙ্খল শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করতে পারেন। তাই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছি।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক রয়েছেন। তাঁরা সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করছেন। সমস্যা সমাধানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন।
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার সকাল ১০টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন।
কারখানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কারখানাটির ১১৬ জন শ্রমিকের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। পরে শ্রম আইন অনুযায়ী তাঁদের সবার পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্যান্য শ্রমিক কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন অন্য শ্রমিকেরা। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
রোববার সকালে ফের কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। পরে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘পূর্বে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কারখানায় বিশেষ ভূমিকা পালন করেন ওই ১১৬ জন চাকরিচ্যুত শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ তাঁদের চিহ্নিত করে রাখেন। এ মাসে তাঁদের ছাঁটাই করা হয়। কয়েক দিন ধরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনরায় নিয়োগের দাবি জানিয়ে এসেছি। আজ সকালে কাজে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পাই।’
কারখানা মালিক মো. রাকিব সাজ্জাদ মোবাইল ফোনে বলেন, ‘শ্রমিকদের অযৌক্তিক দাবি মানা সম্ভব নয়। উচ্ছৃঙ্খল শ্রমিকেরা কারখানায় ভাঙচুর করতে পারেন। তাই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছি।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক রয়েছেন। তাঁরা সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করছেন। সমস্যা সমাধানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করছেন।
আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বনশ্রীর এইচ-ব্লকের একটি ভবনে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের নিচতলা থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত ভবন থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে...
৯ মিনিট আগেএস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা ৪৩৪ দশমিক ৮৬ একর জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাইফুল আলমের বনানী ডিওএইচএসের প্রতিটি ৩ হাজার ৫৯০ বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগেস্বামীর পর মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা। বলেন, ‘আমার পাখিকে আমি বাঁচাতে পারলাম না। তাকে নিজের কাছে রাখছি, যাতে কেউ কিছু বলতে না পারে। তারপরও আমার পাখি চলে গেল।’
২৫ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. ফজলুর রহমান (৫৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তিনি মারা যান।
৪২ মিনিট আগে