নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার দেশের সবচেয়ে বড় জুমার জামাত হয়েছে। আজ বেলা ১টা ৩০ মিনিটে শুরু হওয়া খুতবা শেষে বেলা ১টা ৫৪ মিনিটে ইজতেমা ময়দানের জুমার নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। তিনি ভারতের মাওলানা সাদের বড় ছেলে।
ইজতেমা ময়দানের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের লাখো মানুষ জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে হাজির হন।
এর আগে আজ বাদ ফজর বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার। বাদ জুমা বয়ান করছেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম, বাদ আসর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের হাফেজ মনজুর। তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা রুহুল আমিন।
বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা জমশেদ। তাঁর বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, জুমার নামাজ শেষ হয়েছে। আখেরি মোনাজাতের আগপর্যন্ত ধারাবাহিকভাবে বয়ান চলবে। মুসল্লিতে ময়দান পরিপূর্ণ।
মো. সায়েম আরও বলেন, তৃতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন শনিবার যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে। সেদিন বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হবে।
এদিকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আজ বেলা ১টা পর্যন্ত ৪৭টি দেশের দেড় হাজার বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন। তাঁরা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের প্রাজ্ঞ আলেমদের বয়ান শুনছেন।
আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার দেশের সবচেয়ে বড় জুমার জামাত হয়েছে। আজ বেলা ১টা ৩০ মিনিটে শুরু হওয়া খুতবা শেষে বেলা ১টা ৫৪ মিনিটে ইজতেমা ময়দানের জুমার নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। তিনি ভারতের মাওলানা সাদের বড় ছেলে।
ইজতেমা ময়দানের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের লাখো মানুষ জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে হাজির হন।
এর আগে আজ বাদ ফজর বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার। বাদ জুমা বয়ান করছেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম, বাদ আসর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের হাফেজ মনজুর। তাঁর বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা রুহুল আমিন।
বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা জমশেদ। তাঁর বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।
সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, জুমার নামাজ শেষ হয়েছে। আখেরি মোনাজাতের আগপর্যন্ত ধারাবাহিকভাবে বয়ান চলবে। মুসল্লিতে ময়দান পরিপূর্ণ।
মো. সায়েম আরও বলেন, তৃতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন শনিবার যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে। সেদিন বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হবে।
এদিকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আজ বেলা ১টা পর্যন্ত ৪৭টি দেশের দেড় হাজার বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন। তাঁরা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের প্রাজ্ঞ আলেমদের বয়ান শুনছেন।
আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।
ঢাকার সাভারে বাসে ওঠার সময় ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় আরিচাগামী সরাসরি লেনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে সভা করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণে মাসুম পারভেজ (৫০) ও মঞ্জুরুল মোরশেদ (৪০) নামের সহোদর দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বারমন্ডুলীয়া এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে