Ajker Patrika

ক্র্যাব সদস্যের সন্তানদের ক্বিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্র্যাব সদস্যের সন্তানদের ক্বিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) প্রথমবারের মতো সদস্যের সন্তানদের মধ্যে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ সোমবার দুপুরে ক্র্যাব কার্যালয়ে আযোজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. ফরিদ উদ্দিন। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সন্তানেরাও কোরআন থেকে তেলাওয়াত করেন। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের, ক্র্যাবের সিনিয়র সদস্য ও ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের সিনিয়র সদস্য ইকরামুল কবীর টিপু, ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, ক্রীড়া ও সাংস্কুতিক সম্পাদক এস এম মিন্টু হোসেন, কার্যনির্বাহী সদস্য আমানুর রহমান রনি, ক্র্যাবের সাবেক অর্থ সম্পাদক দুলাল হোসেন ও ক্র্যাব সদস্যরা। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, প্রথমবারের মতো সন্তানদের নিয়ে এ ধরনের আয়োজন করা হলো। ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে সব অনুষ্ঠানে ক্র্যাব সদস্যদের সহযোগিতার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে আবুল খায়ের, সাখাওয়াত হোসেন বাদশাসহ অন্য বক্তারা এ অনুষ্ঠান আয়োজনের জন্য ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত