নারায়ণগঞ্জ প্রতিনিধি
হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আংশিক সাক্ষ্য প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তা। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেন। মামলায় মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে আছে। আজকে আমরা মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে জেরা করেছি। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখে তাঁকে ফের জেরা করা হবে।
তিনি আমাদের অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। তিনি জানিয়েছেন যে, তিনি বাদীকে জিজ্ঞাসাবাদ করেননি। আলোচিত এই মামলায় যেই তদন্তকারী কর্মকর্তা মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করে না, তখনই বোঝা যায় এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।’
আইনজীবী ওমর ফারুক আরও বলেন, ‘বাদীকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে তা তদন্তকারী কর্মকর্তা জানেন না। বাদীর ছেলে জানিয়েছিল, তাঁকে ফাস্ট ইন্টারন্যাশনাল হোটেলে আটক রেখেছিল। অথচ আয়ু এই হোটেল চিনেন না। তিনি কারও কাছ থেকে তথ্য নেননি এবং সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। একটি গোঁজামিলের তদন্ত প্রতিবেদন দিয়েছেন।’
অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে দুই দিন জেরা করেছেন। আরও এক দিন জেরা করার জন্য সময় চেয়েছেন। তাঁরা ইচ্ছে করেই সময়ক্ষেপণ করছেন। এখন পর্যন্ত যাঁরা সাক্ষী দিয়েছেন সকলেই বাদীর পক্ষে সাক্ষী দিয়েছেন।’
এর আগে (মঙ্গলবার) সকাল ৯টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে মামুনুল হককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে পুনরায় তাঁকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালত পাড়ায় ভিড় লক্ষ্য করা যায়।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়্যাল রিসোর্টে তাঁর কথিত স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মামুনুল হককে আটক করেন। পরে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ভাঙচুর এবং তাঁকে উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কথিত সেই স্ত্রী। কিন্তু মামুনুল হকের দাবি, ওই নারী তাঁর দ্বিতীয় স্ত্রী।
হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় আংশিক সাক্ষ্য প্রদান করেছেন তদন্তকারী কর্মকর্তা। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়।
শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেন। মামলায় মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে আছে। আজকে আমরা মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলামকে জেরা করেছি। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখে তাঁকে ফের জেরা করা হবে।
তিনি আমাদের অনেক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। তিনি জানিয়েছেন যে, তিনি বাদীকে জিজ্ঞাসাবাদ করেননি। আলোচিত এই মামলায় যেই তদন্তকারী কর্মকর্তা মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করে না, তখনই বোঝা যায় এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।’
আইনজীবী ওমর ফারুক আরও বলেন, ‘বাদীকে কোথা থেকে উদ্ধার করা হয়েছে তা তদন্তকারী কর্মকর্তা জানেন না। বাদীর ছেলে জানিয়েছিল, তাঁকে ফাস্ট ইন্টারন্যাশনাল হোটেলে আটক রেখেছিল। অথচ আয়ু এই হোটেল চিনেন না। তিনি কারও কাছ থেকে তথ্য নেননি এবং সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। একটি গোঁজামিলের তদন্ত প্রতিবেদন দিয়েছেন।’
অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘আসামিপক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে দুই দিন জেরা করেছেন। আরও এক দিন জেরা করার জন্য সময় চেয়েছেন। তাঁরা ইচ্ছে করেই সময়ক্ষেপণ করছেন। এখন পর্যন্ত যাঁরা সাক্ষী দিয়েছেন সকলেই বাদীর পক্ষে সাক্ষী দিয়েছেন।’
এর আগে (মঙ্গলবার) সকাল ৯টার দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে মামুনুল হককে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে পুনরায় তাঁকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালত পাড়ায় ভিড় লক্ষ্য করা যায়।
২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়্যাল রিসোর্টে তাঁর কথিত স্ত্রীর সঙ্গে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মামুনুল হককে আটক করেন। পরে হেফাজতে ইসলামের নেতা-কর্মী ও সমর্থকেরা এসে রিসোর্টে ভাঙচুর এবং তাঁকে উদ্ধার করে নিয়ে যান। এই ঘটনায় ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন কথিত সেই স্ত্রী। কিন্তু মামুনুল হকের দাবি, ওই নারী তাঁর দ্বিতীয় স্ত্রী।
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
১২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
১৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে