ঢামেক প্রতিনিধি
গুলশানে আগুনের ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আজ সোমবার দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগ থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা হলেন মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩০)।
শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে আরও দুজন পুরুষ এসেছিল। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের শরীরে কোনো পোড়া না থাকলেও শ্বাসনালি পোড়া ছিল। তারা সুস্থ থাকায় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শামা রহমান সিনহাকে (৩৭) ভর্তি রাখা হয়েছে। ওই নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা শঙ্কামুক্ত না। তাঁর শ্বাসনালি পুড়ে গেছে এবং লাফ দেওয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এদিকে আহত মুসার ভাই আসাদ শিকদার জানান, মুসা গুলশানে ওই ভবনের ১০তলায় নিউজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরিফ ইব্রাহীমের ব্যক্তিগত গাড়ি চালক। তাঁর বাসা কুড়িল বিশ্ব রোডে। ঘটনার সময় তাঁকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।
আহত রওশন আলীর স্ত্রী উম্মে কুলসুম জানান, আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় থাকেন তাঁরা। আশুলিয়ার নিউজ গ্রুপের অফিস সহকারী ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে অফিশিয়াল কাজে গুলশানে ওই বাসার ১০তলায় এমডি আরিফ ইব্রাহিমের সঙ্গে দেখা করতে যান। কিছু সময় পর অগ্নিকাণ্ডের ফলে আশপাশে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় বাসার অন্য সদস্যদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বেলকনিতে মুসা ও রওশন আলী আটকে পড়েন।
উম্মে কুলসুম আরও জানান, মুসা ও রওশন ১০তলা থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ একটা টর্চের আলো তাঁদের চোখে পড়ে এবং লাফ দিতে নিষেধ করা হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁদের দুজনকে উদ্ধার করেন। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
গুলশানে আগুনের ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আজ সোমবার দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগ থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা হলেন মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩০)।
শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে আরও দুজন পুরুষ এসেছিল। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের শরীরে কোনো পোড়া না থাকলেও শ্বাসনালি পোড়া ছিল। তারা সুস্থ থাকায় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শামা রহমান সিনহাকে (৩৭) ভর্তি রাখা হয়েছে। ওই নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা শঙ্কামুক্ত না। তাঁর শ্বাসনালি পুড়ে গেছে এবং লাফ দেওয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এদিকে আহত মুসার ভাই আসাদ শিকদার জানান, মুসা গুলশানে ওই ভবনের ১০তলায় নিউজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরিফ ইব্রাহীমের ব্যক্তিগত গাড়ি চালক। তাঁর বাসা কুড়িল বিশ্ব রোডে। ঘটনার সময় তাঁকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।
আহত রওশন আলীর স্ত্রী উম্মে কুলসুম জানান, আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় থাকেন তাঁরা। আশুলিয়ার নিউজ গ্রুপের অফিস সহকারী ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে অফিশিয়াল কাজে গুলশানে ওই বাসার ১০তলায় এমডি আরিফ ইব্রাহিমের সঙ্গে দেখা করতে যান। কিছু সময় পর অগ্নিকাণ্ডের ফলে আশপাশে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় বাসার অন্য সদস্যদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বেলকনিতে মুসা ও রওশন আলী আটকে পড়েন।
উম্মে কুলসুম আরও জানান, মুসা ও রওশন ১০তলা থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ একটা টর্চের আলো তাঁদের চোখে পড়ে এবং লাফ দিতে নিষেধ করা হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁদের দুজনকে উদ্ধার করেন। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
২৭ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩১ মিনিট আগে