Ajker Patrika

গা‌সিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিমন্ত্রী রাসেলকে ফের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২৩, ০০: ১৮
গা‌সিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রতিমন্ত্রী রাসেলকে ফের চিঠি

গা‌জীপুর সিটি কর‌পো‌রেশন নির্বাচনে আচরণ বি‌ধি লঙ্ঘনের অভিযোগে বারবার চি‌ঠি দি‌য়েও থ‌ামা‌নো যা‌চ্ছে না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জা‌হিদ আহসান রা‌সেল‌কে। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খা‌নের প‌ক্ষে ভোট চাওয়ায় নির্বাচন ক‌মিশন সতর্ক করার পরও ফের আচরণ বি‌ধি লঙ্ঘন ক‌রে‌ছে‌ন ব‌লে সংস্থাটি দ্বিতীয় দফায় চি‌ঠি দি‌য়ে‌ছে তাঁকে। 

বৃহস্প‌তিবার ছু‌টির দি‌নেও সিইসিসহ অন‌্য ক‌মিশনাররা অনানুষ্ঠা‌নিক বৈঠক ক‌রে চি‌ঠি দেওয়ার বিষ‌য়ে সিদ্ধান্ত নেন। এ ছাড়া মেয়র প্রার্থী আজমত উল্লা খান‌কে আচরণ বি‌ধি লঙ্ঘ‌নের অভিযোগের বিষ‌য়ে সশরীরে ইসি‌তে এসে ব‌্যাখ‌্যা দেওয়ার জন‌্য পুনরায় সিদ্ধান্ত নেয় ক‌মিশন।

বৃহস্প‌তিবার রাতে ইসির জনসং‌যোগ কর্মকর্তা আশাদুল হক বিষয়‌টি নি‌শ্চিত করেন। তার স্বাক্ষর করা এক‌টি সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী আজমত উল্লা খানকে এর আগে সতর্ক করা সত্ত্বেও প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনী প্রচারণা করার ফলে আচরণবিধি মালার ৫ বিধি ভঙ্গের দায়ে কেন তাঁর প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে নির্বাচন কমিশনে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ৭ মে বিকেল ৩টায় ব্যাখ্যা প্রদান কর‌তে সিদ্ধান্ত নি‌য়ে‌ছে ইসি।

এছাড়া, গাজীপুর সিটি কর‌পোরেশন নির্বাচন উপলক্ষে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সভা করে মেয়র প্রার্থীর আজমত উল্লা খান এর উপস্থিতিতে তাঁর পক্ষে ভোট চেয়ে সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ লঙ্ঘন করেছেন। এ বিষয়‌টি প্রতিমন্ত্রীর দৃ‌ষ্টি আকর্ষণের জন‌্য তাঁর একান্ত স‌চিব বরাবর চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত