Ajker Patrika

মসজিদ ইমামের কক্ষে মিলল কিশোরের ঝুলন্ত মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
মসজিদ ইমামের কক্ষে মিলল কিশোরের ঝুলন্ত মরদেহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদ থেকে বিল্লাল হোসেন (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড় এলাকার বায়তুল কোরবান মসজিদ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। বিল্লাল পৌষারপুকুর আল আমিনবাগ এলাকার কারখানা শ্রমিক আলমগীর হোসেনের ছেলে। মসজিদ সংশ্লিষ্টদের দাবি, চুরির উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করায় তাঁকে ইমামের রুমে আটকে রাখা হয়েছিল। 

এ নিয়ে মসজিদের মোয়াজ্জিন রেদওয়ান হোসেন বলেন, ‘এশার নামাজের আজানের সময় বিল্লাল মসজিদ থেকে একটি ব্যাটারি চুরি করে পালাচ্ছিল। এ সময় তাকে আটক করা হয়। বিষয়টি ইমাম সাহেবকে জানালে তিনি বলেন, নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে রুমে আটকে রাখতে এবং নামাজ শেষে কমিটির হাতে সোপর্দ করতে। এর পর তাকে ইমাম ইমাম মাওলানা মহিউদ্দিনের রুমে আটকে রেখে সবাই নামাজ আদায় করে। নামাজ শেষে কমিটির লোকজন নিয়ে রুমে ঢুকে দেখা যায় সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।’ 

এ নিয়ে বিল্লালের নানি লাল বানু বলেন, ‘বিল্লাল গার্মেন্টসে কাজ করত। সেও ওই মসজিদে নামাজ পড়তে যেত প্রায়ই। রাতে খবর পাইসি সে গলায় ফাঁস দিসে। সে তো ফাঁসি দেওনের মতো পোলা না। আমি এইটার বিচার চাই।’ 

ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবু হানিফ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত