সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকলেও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি (এনএএম) পাইলট উচ্চবিদ্যালয়ে চলছে পাঠদান। আজ সোমবার সকাল থেকে স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাতে দেখা গেছে।
তবে এতে অপরাধের কিছু নেই বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, যেহেতু স্কুলটিতে বর্তমানে এসএসসি পরীক্ষাকেন্দ্র, তাই বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। শিক্ষার্থীদের পড়া যেন পিছিয়ে না যায়, সে জন্য শ্রেণিকক্ষে পাঠদান করানো হচ্ছে। এতে তো অপরাধের কিছু নেই।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুলড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন শ্রেণিকক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চলছে পাঠদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেত হাতে নিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছেন।
জানতে চাইলে মাইমুনা ইসলাম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমাদের শিক্ষকেরা বিদ্যালয়ে আসতে বললে তো আসতেই হবে। আমাদের ক্লাস করানো হবে বলে বই-খাতা নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বছর আমাদের এসএসসি পরীক্ষা, তাই শিক্ষকেরা ক্লাস করানো হবে বলে জানিয়েছেন।’
নবম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘শিক্ষকেরা ক্লাস করানো হবে জানিয়ে আমাদের বই-খাতা নিয়ে স্কুলে আসতে বলেছেন, তাই আজকে আসছি।’
বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এখানে আমরা চাকরি করি, তাই তাদের নির্দেশনা পালন করতে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শিক্ষক বলেন, এবার বই দিতে অনেক বিলম্ব হয়েছে। তাই ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এ জন্য আজ ক্লাস করানোর নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের নিয়ে এসে ক্লাস করানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এমন একটি দিনে ক্লাস করানো ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকলেও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি (এনএএম) পাইলট উচ্চবিদ্যালয়ে চলছে পাঠদান। আজ সোমবার সকাল থেকে স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাতে দেখা গেছে।
তবে এতে অপরাধের কিছু নেই বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, যেহেতু স্কুলটিতে বর্তমানে এসএসসি পরীক্ষাকেন্দ্র, তাই বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। শিক্ষার্থীদের পড়া যেন পিছিয়ে না যায়, সে জন্য শ্রেণিকক্ষে পাঠদান করানো হচ্ছে। এতে তো অপরাধের কিছু নেই।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুলড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন শ্রেণিকক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চলছে পাঠদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেত হাতে নিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছেন।
জানতে চাইলে মাইমুনা ইসলাম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমাদের শিক্ষকেরা বিদ্যালয়ে আসতে বললে তো আসতেই হবে। আমাদের ক্লাস করানো হবে বলে বই-খাতা নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বছর আমাদের এসএসসি পরীক্ষা, তাই শিক্ষকেরা ক্লাস করানো হবে বলে জানিয়েছেন।’
নবম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘শিক্ষকেরা ক্লাস করানো হবে জানিয়ে আমাদের বই-খাতা নিয়ে স্কুলে আসতে বলেছেন, তাই আজকে আসছি।’
বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এখানে আমরা চাকরি করি, তাই তাদের নির্দেশনা পালন করতে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শিক্ষক বলেন, এবার বই দিতে অনেক বিলম্ব হয়েছে। তাই ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এ জন্য আজ ক্লাস করানোর নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের নিয়ে এসে ক্লাস করানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এমন একটি দিনে ক্লাস করানো ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ায় আদালতে সঠিক সাক্ষ্য না দেওয়া, সাক্ষ্য দিতে হাজির না হওয়া এবং সরকারি আইন কর্মকর্তাদের দুর্বলতার কারণে গত এক বছরে ৬ শতাধিক মাদক মামলায় প্রায় ১ হাজার আসামি খালাস পেয়েছেন। এর মধ্যে ২২টি মামলায় ৪৪ জন পুলিশ ও র্যাব কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি। এ কারণে ৪৪ পুলিশ কর্মকর্তার ...
১ ঘণ্টা আগেদিনাজপুরের দুলাল হোসেন পেশায় রংমিস্ত্রি। কাজের সন্ধানে তিনি ঢাকায় গিয়েছিলেন। জুটেছিল কাজও। তবে গত বছরের জুলাই আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর উত্তরায় মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। এখন ক্রাচে ভর দিয়ে হাঁটেন। তবে যে স্বপ্ন নিয়ে ঢাকা এসেছিলেন, তা এখন ফিকে...
২ ঘণ্টা আগে২০২০ সালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর হাত ধরে রাজনীতিতে আসেন আবুল বাশার সুজন। এর আগে ছিলেন পশুর হাটের ইজারাদার। অল্প সময়ের মধ্যেই ফারুকের ডান হাত হন। কিছুদিন পর তানোর পৌরসভার মেয়র হওয়ারও স্বপ্ন দেখতে শুরু করেন সুজন। সেখানে বাড়ি করেন...
২ ঘণ্টা আগেদরিদ্র পরিবারের সন্তান নুর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা তেমন ছিল না, বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধা পাকা টিনের ঘর। অথচ ১০ বছরের ব্যবধানে সেই ব্যক্তি কোটিপতি বনে গেছেন। শুধু তা-ই নয়। আধা পাকা টিনের ঘরের জায়গায় এখন বিশাল তিনতলা আলিশান বাড়ি। যার মূল্য কোটি টাকা।
২ ঘণ্টা আগে