Ajker Patrika

লোডশেডিং সমস্যা সমাধানে লুটপাট ও অপচয় বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লোডশেডিং সমস্যা সমাধানে লুটপাট ও অপচয় বন্ধের দাবি

লোডশেডিং সমস্যা সমাধান, তেল-গ্যাস-বিদ্যুৎ খাতে লুটপাট ও অপচয় বন্ধ, দ্রব্যমূল্য কমানো এবং শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ করেন তারা।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্কপ নেতা আহসান হাবিব বুলবুল বলেন, করোনাকালে শ্রমজীবীদের চাকরিচ্যুতি বেড়েছে, আয়ও কমেছে। অথচ তাদের জীবন-যাপন ব্যয় বেড়েছে অস্বাভাবিক হারে। মূল্যস্ফীতি এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম শ্রমজীবীসহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নতুন করে জরুরি ওষুধের দামও বাড়ানো হয়েছে।

বুলবুল বলেন, ‘ব্যয় বাড়লেও আয় বা মজুরি বৃদ্ধির কোনো আয়োজন নেই। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লোডশেডিং। সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা ও বেসরকারিরকরণ নীতির ফলে দেশে অব্যাহতভাবে লোডশেডিং চলছে। লোডশেডিং সমস্যা সমাধান করতে হবে। এসব ক্ষেত্রে দুর্নীতি, লুটপাট ও অপচয় বন্ধ করতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে।’

সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি শ্রমিক নেতা রতন মিয়া সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জুলফিকার আলী, ঢাকা মহানগর কমিটির সহসভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন, সহসম্পাদক মনির হোসেন মলিন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন হয়ে সেগুনবাগিচায় গিয়ে শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত