Ajker Patrika

নোংরামি বরদাশত করা হবে না: আইভী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নোংরামি বরদাশত করা হবে না: আইভী 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আগের রাজনীতি এখন আর নেই। মানুষ এখন আর মিথ্যা অভিনয়, ধোঁকাবাজি, ধান্দাবাজি এসব পছন্দ করে না। প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন কোনো জেলা নেই। নির্বাচনের বছরকে কেন্দ্র করে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। এগুলোকে প্রতিহত করতে হলে আমাদের মানুষের কাছে যেতে হবে। শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে।’

আজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র আইভী ইঙ্গিতে সংসদ সদস্য শামীম ওসমানের সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী আপনার পরিবারের প্রশংসা করে বলে মনে কইরেন না হাতির পাঁচ পা দেখে ফেলেছেন। প্রশংসা কেন করে সেটা জানার চেষ্টা করেন। সম্মান দেওয়ার চেষ্টা করেন। প্রশংসা আপনার পূর্ব পুরুষদের জন্য করে। সুতরাং মানুষের কাতারে আসেন। বিভক্তি বন্ধ করেন।’

তিনি বলেন, ‘আপনার চ্যালা চামচাদের থামতে বলেন। না থামলে নারায়ণগঞ্জবাসী প্রতিহত করবে। আমি নোংরামি করতে পারব না, এত নিচে নামতে পারব না। আমার পারিবারিক শিক্ষা এতটা নিচু নয়। কিন্তু জবাব আপনারা পাবেন। মনে রাখবেন যদি উত্তপ্ত করতে চান তাহলে ছাড় দেওয়া হবে না। বাড়াবাড়ি ভালো নয়। নোংরামি বরদাশত করা হবে না।’

সংসদ সদস্যের মেয়ে ভাগিয়ে আনা মন্তব্যের সমালোচনা করে মেয়র বলেন, ‘আপনি ইভটিজিং বন্ধ করেন। জাতীয় সংসদের একজন সদস্য আপনি। সংসদে আইন পাস করেন কী ইভটিজিং শেখানোর জন্য। কেন শেখ হাসিনার সম্মান নষ্ট করছেন। কেন স্কুল শিক্ষার্থীদের ইভটিজিং শেখাচ্ছেন।’

এর আগে, গত বুধবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম ওসমান বক্তাবলী ইউনিয়নের কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রকে মঞ্চে তুলে বলেন, ‘বান্ধবি টান্ধবি আছে এখানে? যদি একটা পছন্দ কইরাই ফালাস। আর যদি মেয়েও পছন্দ কইরা ফালায়। তারপর শ্বশুর বাড়ি যদি বক্তাবলী না হয়। নদীর ওই পাড় হয়। আর যদি বক্তাবলীর ছেলের কাছে না দেয় মেয়ে। তাইলে ওই শ্বশুর বাড়ির সামনে যাইয়া আমরা কি বলব? খেলা হবে, খেলা হবে’। মাইয়া ভাগাইয়া নিয়া আইসা পরবি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত