Ajker Patrika

ঢাকার পথে চীনের উপহারের টিকা

আপডেট : ১১ মে ২০২১, ১৫: ৪৬
ঢাকার পথে চীনের উপহারের টিকা

ঢাকা: চীন সরকারের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা এখন ঢাকার পথে। টিকা আনতে আজ মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি–১৩০জে উড়োজাহাজ দেশটির উদ্দেশে যাত্রা করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টিকাগুলো ঢাকায় পৌঁছবে।

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইসএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে দেওয়া চীনা সিনোফোর্মের উপহারের এই টিকার প্যাকেজিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানির স্টোরেজ থেকে একটি কাভার্ডভ্যানযোগে চীনের রাজধানীর বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। সেখান থেকে উড়োজাহাজ যোগে ঢাকায় আসবে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২ মে চীনের টিকা আসার কথা জানানো হয়েছিল। তবে টিকা কেনা ও আমদানি বিষয়ে দেশটির সঙ্গে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ সরকার।

ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার তুলনায় চারগুণ বেশি দাম হওয়ায় টিকা নেওয়া হবে কি–না এই সংশয়ে ভুগছে সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটি বাংলাদেশকে সিনোভ্যাকের টিকা দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আর এগোয়নি তারা। এবার টিকা নিতে চাইলেও অতিরিক্ত দাম হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে সরকার।

এ পরিস্থিতিতে চুক্তি হলেও এ বছর টিকা পাওয়া অনিশ্চিত বলে জানিয়েছে চীন। কারণ, দেশটির টিকা পেতে এরই মধ্যে অনেক দেশ আবেদন করেছে। সেই তালিকায় অনেক পিছিয়ে থাকবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বিষয়টি জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ মিলিয়ে ৯৪ লাখের বেশি টিকা দেওয়া শেষ হয়েছে। হাতে আছে মাত্র ৮ লাখের কিছু বেশি টিকা। দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি প্রায় ১৪ লাখ ডোজ। যা পেতে সেরাম, কোভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারকারী ও মজুতকারী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে সরকার। তবে এখন পর্যন্ত সুখবর মেলেনি।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা এসেছে। যেখানে পাওয়া কথা মোট ২ কোটি ৩০ লাখ ডোজ। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাইয়ে সেই টিকা আসার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে রাশিয়ার টিকা পাওয়া নিয়ে আমলতান্ত্রিক জটিলতা কাটেনি। আইন মন্ত্রণালয়ের দেওয়া ৩০টি সুপারিশের কারণে স্পুটনিক–ভি টিকা আসায় দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত