সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এখনো রোপা ও বোনা আমন ধান কাটা-মাড়াই শেষ হয়নি। ইতিমধ্যে দ্বিগুণ লাভের আশায় আগাম আলু রোপণ করছে কৃষকেরা।
সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছে তাঁরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের ধলেশ্বরী নদীর তীরে আনন্দ ও উদ্দীপনা নিয়ে আগাম আলু রোপণ করছেন কৃষকেরা। কেইল ফাড়ছেন, কেউ আলু মাটির ভেতর রোপণ করছেন। আবার অনেক কৃষক জমি পরিষ্কারের কাজ করছেন। জমিতে সার ছিটানো, ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করা হচ্ছে।
অন্যদিকে উপজেলার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ কৃষি জমিজুড়ে কাঁচা-পাকা ধান শোভা পাচ্ছে। আগামী ১-২ সপ্তাহের মধ্যেই এসব ধান কাটা ও মাড়াই শুরু হবে। ধান মাড়াই শেষ হলে উপজেলার ১৪টি ইউনিয়নে একযোগে কৃষি জমিগুলোতে বিভিন্ন জাতের আলু রোপণ করা হবে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো কার্তিক মাসের শুরুতে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি, চরেরগাঁও, চরখাসকান্দি, চান্দেরচর, চরপানিয়া গ্রামের কৃষকেরা তাদের প্রায় ১০০ বিঘা উঁচু জমিগুলোতে আগাম আলু রোপণ করে থাকেন। এতে আলু রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মাথায় তা বিক্রির উপযোগী হয়। তুলনামূলক কম সময় লাগায় এ আলু চাষ করে লাভবান হওয়া যায় সহজেই। তাই প্রতিবারের মতো এবারও আগাম আলু চাষে নেমেছেন এসব এলাকার কৃষকেরা। আলু চাষের জন্য বেলে ও দোঁ-আশ মাটি সবচেয়ে উপযোগী।
চান্দেরচর গ্রামের কৃষক নূর ইসলাম বলেন, ‘গত বছর আগাম আলু রোপণ করে ভালো দাম পেয়েছি। তাই এখন আলু রোপণ শুরু করেছি। এবার আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘এবার আমাদের দ্বিগুণ দামে আলুর বীজ-সার কিনতে হচ্ছে। বর্তমান বাজারে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায় কিনতে হচ্ছে। তারপরও সব মিলিয়ে নতুন আলুতে অধিক লাভের আশা করছি।’
কয়েকজন কৃষক জানান, আগাম আলুতে ভালো দাম পাওয়ার আশায় রোপণ শুরু করছেন তাঁরা। এর কারণ হচ্ছে এবার দেশে এ যাবৎকালের সর্বোচ্চ আলুর দাম বৃদ্ধি পেয়েছে, যা এখন ৬০-৭০ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে। এর ফলে নতুন স্বপ্ন নিয়ে আলু রোপণ করছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, এ উপজেলায় এখনো রোপা ও বোনা আমন ধান কাটা-মাড়াই শেষ না হলেও দ্বিগুণ লাভের আশায় প্রতি বছরের মতো এবারও বালুচর ইউনিয়নের কয়েক গ্রামের ২০-২৫ জন কৃষক তাদের জমিতে আগাম আলু রোপণ শুরু করেছেন। লাভবানও বেশি হয়ে থাকে তাঁরা। এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকেরা ২০-২৫ দিন পর আলু রোপণ শুরু করবেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এখনো রোপা ও বোনা আমন ধান কাটা-মাড়াই শেষ হয়নি। ইতিমধ্যে দ্বিগুণ লাভের আশায় আগাম আলু রোপণ করছে কৃষকেরা।
সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যস্ত সময় পার করছে তাঁরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের ধলেশ্বরী নদীর তীরে আনন্দ ও উদ্দীপনা নিয়ে আগাম আলু রোপণ করছেন কৃষকেরা। কেইল ফাড়ছেন, কেউ আলু মাটির ভেতর রোপণ করছেন। আবার অনেক কৃষক জমি পরিষ্কারের কাজ করছেন। জমিতে সার ছিটানো, ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করা হচ্ছে।
অন্যদিকে উপজেলার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ কৃষি জমিজুড়ে কাঁচা-পাকা ধান শোভা পাচ্ছে। আগামী ১-২ সপ্তাহের মধ্যেই এসব ধান কাটা ও মাড়াই শুরু হবে। ধান মাড়াই শেষ হলে উপজেলার ১৪টি ইউনিয়নে একযোগে কৃষি জমিগুলোতে বিভিন্ন জাতের আলু রোপণ করা হবে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো কার্তিক মাসের শুরুতে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি, চরেরগাঁও, চরখাসকান্দি, চান্দেরচর, চরপানিয়া গ্রামের কৃষকেরা তাদের প্রায় ১০০ বিঘা উঁচু জমিগুলোতে আগাম আলু রোপণ করে থাকেন। এতে আলু রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মাথায় তা বিক্রির উপযোগী হয়। তুলনামূলক কম সময় লাগায় এ আলু চাষ করে লাভবান হওয়া যায় সহজেই। তাই প্রতিবারের মতো এবারও আগাম আলু চাষে নেমেছেন এসব এলাকার কৃষকেরা। আলু চাষের জন্য বেলে ও দোঁ-আশ মাটি সবচেয়ে উপযোগী।
চান্দেরচর গ্রামের কৃষক নূর ইসলাম বলেন, ‘গত বছর আগাম আলু রোপণ করে ভালো দাম পেয়েছি। তাই এখন আলু রোপণ শুরু করেছি। এবার আবহাওয়া অনুকূলে থাকলে আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘এবার আমাদের দ্বিগুণ দামে আলুর বীজ-সার কিনতে হচ্ছে। বর্তমান বাজারে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকায় কিনতে হচ্ছে। তারপরও সব মিলিয়ে নতুন আলুতে অধিক লাভের আশা করছি।’
কয়েকজন কৃষক জানান, আগাম আলুতে ভালো দাম পাওয়ার আশায় রোপণ শুরু করছেন তাঁরা। এর কারণ হচ্ছে এবার দেশে এ যাবৎকালের সর্বোচ্চ আলুর দাম বৃদ্ধি পেয়েছে, যা এখন ৬০-৭০ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে। এর ফলে নতুন স্বপ্ন নিয়ে আলু রোপণ করছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, এ উপজেলায় এখনো রোপা ও বোনা আমন ধান কাটা-মাড়াই শেষ না হলেও দ্বিগুণ লাভের আশায় প্রতি বছরের মতো এবারও বালুচর ইউনিয়নের কয়েক গ্রামের ২০-২৫ জন কৃষক তাদের জমিতে আগাম আলু রোপণ শুরু করেছেন। লাভবানও বেশি হয়ে থাকে তাঁরা। এ ছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের কৃষকেরা ২০-২৫ দিন পর আলু রোপণ শুরু করবেন।
পোস্টে বলা হয়, গত ১৬ জুলাই গোপালগঞ্জ জেলা সদরে এনসিপির পূর্বনির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়সহ আনুষঙ্গিক অন্যান্য ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে...
১৫ মিনিট আগেমামলার এজাহার অনুযায়ী, ইউসিবি পিএলসির চট্টগ্রামের পোর্ট শাখা থেকে কোনো যাচাই-বাছাই ছাড়াই ‘ভিশন ট্রেডিং’ একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। শাখাটির তৎকালীন জ্যেষ্ঠ কর্মকর্তা মো. একরাম উল্লাহ ও শাখাপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ চৌধুরী প্রতিষ্ঠানটির হিসাব...
১৯ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত আরও ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব তাদের পরিচয় শনাক্ত করেছে।
২৩ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় ট্রলারসহ ১১ জেলে অপহৃত হয়েছেন বলে খবর মিলেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ঠেঙ্গারচর এলাকায় বঙ্গোপসাগরের মেঘনা মোহনায় এই ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকেলে বিষয়টি জেলেদের স্বজনেরা জানতে পারেন। জেলেদের মুক্তির জন্য অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলে স্বজনদের দাবি।
৩৩ মিনিট আগে