Ajker Patrika

কিশোরগঞ্জে মাকে হত্যা অভিযোগে ছেলে আটক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২১: ০৮
কিশোরগঞ্জে মাকে হত্যা অভিযোগে ছেলে আটক

কিশোরগঞ্জের মিঠামইনে মা মনমোহিনী দাসকে (৭০) হত্যার অভিযোগ উঠেছে ছেলে ইন্দ্রজিত দাসের (৪৫) বিরুদ্ধে। আজ শনিবার সকালে মিঠামইন সদর ইউনিয়নের গোবিন্দপুর বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইন্দ্রজিত দাসকে আটক করেছে থানা-পুলিশ। 

মৃত মনমোহিনী দাস গোবিন্দপুর বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ইন্দ্রজিত দাস মানসিক রোগে ভুগছেন। তাঁকে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকালে ইন্দ্রজিত মা মনমোহিনী দাসের ওপরে ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মিঠামইন থানা-পুলিশ। 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরে তাঁর ছেলে ইন্দ্রজিত দাসকে আটক করা হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত