Ajker Patrika

প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কা, উপজেলা বিএনপির সভাপতি নিহত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  
মো. ইব্রাহিম খলিল। ছবি: সংগৃহীত
মো. ইব্রাহিম খলিল। ছবি: সংগৃহীত

প্রাইভেট কারে কাভার্ড ভ্যানের ধাক্কায় খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও সন্তান আহত হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল রামগড় পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইব্রাহিম খলিল প্রাইভেট কারে চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডের ডিসি পার্কের দিকে যাচ্ছিলেন। পথে ফৌজদারহাট পোর্ট কানেকশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ইব্রাহিম খলিল ও তাঁর স্ত্রী-সন্তান আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত ইব্রাহিমকে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোকবার্তায় বলেন, ‘ইব্রাহিম খলিল ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা। তাঁর মৃত্যুতে বিএনপি পরিবার শোকাহত।’

রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ জোহর রামগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইব্রাহিম খলিলের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত