Ajker Patrika

মোবাইল ফোন নিয়ে হলে চাকরিপ্রার্থী, পরীক্ষা বর্জন করে বাকিদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২৩, ১৯: ২২
মোবাইল ফোন নিয়ে হলে চাকরিপ্রার্থী, পরীক্ষা বর্জন করে বাকিদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের পরীক্ষার হলে অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জন করে সড়কে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোড অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

একাধিক চাকরিপ্রার্থী জানান, আজ স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) কমিউনিটি অর্গানাইজার পদে নিয়োগ পরীক্ষা চলছিল ঢাকা কমার্স কলেজে। পরীক্ষা চলাকালে কলেজের ১ নম্বর ভবনের ৫০৩ নম্বর কক্ষে একজন পরীক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে রেখেই পরীক্ষা দিচ্ছিলেন। বিষয়টি হল পরিদর্শকের দায়িত্বের থাকা শিক্ষককে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। এর প্রতিবাদে সাধারণ চাকরিপ্রার্থীরা বিক্ষোভ শুরু করেন। অভিযুক্ত শিক্ষককে বরখাস্তসহ চাকরি পরীক্ষার জন্য এই সেন্টারটি স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা। কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে।

অনিয়মের অভিযোগ আমলে না নেওয়ায় বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরাপরীক্ষার হলে অনৈতিক সুবিধা দেওয়ার বিষয়ে জানতে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ ও হল সচিব আবু মাসুদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু প্রথমে তাঁরা সাড়া দেননি। এরপর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

পরীক্ষা বর্জন করে রাস্তা অবরোধের বিষয়ে জানতে চাইলে মিরপুর বিভাগের মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাসান মুহতারিন বলেন, ‘পরীক্ষার হলে ছোট একটা বিষয় নিয়ে রাস্তায় নেমেছিল। পরে তাদের বুঝিয়ে তুলে দেওয়া হয়েছে।’

হামলার ঘটনার বিষয়ে এডিসি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। উল্টো পরীক্ষার্থীরা কলেজের নিরাপত্তাকর্মীকে মারধর করেছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার

গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে, ইসির খসড়া চূড়ান্ত

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমছে, সবুজসংকেত যুক্তরাষ্ট্রের

গণপূর্তের ৫ প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের ১ স্থপতি বরখাস্ত

স্বামীর মৃত্যুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েও যাবজ্জীবন এড়াতে পারলেন না রসায়নের অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত