Ajker Patrika

শ্রীপুরে নানির সঙ্গে রোদ পোহানোর সময় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৪: ৩৫
শ্রীপুরে নানির সঙ্গে রোদ পোহানোর সময় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রোমান নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে বাসার পাশের রাস্তায় নানির সঙ্গে বসে রোদ পোহানোর সময় অটোরিকশা ধাক্কা দিলে গুরুতর আঘাত পেয়ে শিশুটির মৃত্যু হয়।

আজ সকাল সাড়ে ৯টায় দিকে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টার লিচুবাগান সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রোমান জামালপুর সদর হোলাটিয়া এলাকার নাজির উদ্দিনের ছেলে। তার বাবা শ্রীপুর পৌরসভার লিচুবাগান এলাকার খলিল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

নিহত শিশুর নানি ছলি বেগম বলেন, ‘সকালে নাশতা খেয়ে নাতিকে নিয়ে রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলাম। নাতি পাশেই খেলছিল, এ সময় একটি অটোরিকশা এসে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথা ও ঘাড়ে আঘাত পায়। এরপর আমি ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে চালক পালিয়ে যায়। আমার সামনেই নাতি মারা গেল।’

শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রমিজ উদ্দিন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমাকে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। এরপর আমি খোঁজখবর নিয়ে জানতে পারলাম, মৃত্যুর পর স্বজনেরা লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত