Ajker Patrika

শিবচরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ শিকার, ২০ জেলে আটক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে জালসহ আটক জেলে। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে জালসহ আটক জেলে। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করায় ২০ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জেলেকে ৮ দিনের কারাদণ্ডাদেশ এবং অপর ১০ জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার মিটার জালসহ এসব জেলেকে আটক করে উপজেলা মৎস্য অফিস ও প্রশাসন। 

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম আজকের পত্রিকাকে বলেন, মা ইলিশ রক্ষায় অভিযান চলছে। নদীতে অভিযানের পাশাপাশি পদ্মার পাড়ে গড়ে ওঠা অস্থায়ী ইলিশের হাটেও অভিযান চালানো হয়েছে। রোববার পৃথক অভিযানে ২০ জেলেকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় রোববার সকাল থেকে রাত পর্যন্ত পদ্মানদীতে অভিযান চালায় মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন ও নৌপুলিশ। দুপুর পর্যন্ত অভিযানে ৫ জেলেকে আটক করা হয়। এ সময় ৩০ কেজি ইলিশ ও ৪০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এরপর দুপুর থেকে রাত পর্যন্ত অভিযানে ১৫ জন জেলেকে আটক এবং ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জেলের মধ্যে ১০ জনকে ৮ দিনে কারাদণ্ড দেওয়া হয় এবং ১০ জনকে ৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত