Ajker Patrika

মদ্যপানে অসুস্থ হয়ে মানিকগঞ্জে মামা-ভাগনের মৃত্যু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৫: ৫৬
মদ্যপানে অসুস্থ হয়ে মানিকগঞ্জে মামা-ভাগনের মৃত্যু

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে অসুস্থ হয়ে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শুশীল বৈরাগীর বাড়িতে ওই বিয়ের অনুষ্ঠান ছিল। 

মৃত দুজন হলেন গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে দীপু সরকার (২৯) এবং মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার (২১)। দীপুর বড় বোনের ছেলে প্রসেনজিৎ। 

দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী বলেন, ‘বোনের বিয়ে উপলক্ষে রাতে ৮-১০ জন মিলে তরল কিছু খেলে ছয়-সাতজন অসুস্থ হয়ে পড়ি। বেশি অসুস্থ হয়ে গেলে গতকাল শনিবার সন্ধ্যায় প্রসেনজিৎকে হরিরামপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হলে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আর দীপুকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

তবে এ বিষয়ে তাঁদের পরিবারের আর কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি স্থানীয় হাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মনির হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদা নাজনীন বলেন, প্রসেনজিৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাঁর পালস পাওয়া যাচ্ছিল না। পরে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দেশীয় মদপানে মৃত্যু কিনা জানতে চাইলে বলেন, ‘সে সম্পর্কে বলতে পারছি না।’ 

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, প্রসেনজিতের লাশের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া হরিরামপুর থানা দেখবে। 

স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, মানিকগঞ্জ সদর থানা এলাকায় মদ্যপানে দুজন মারা গেছে। এর মধ্যে একজন হরিরামপুরের, আরেকজন গাজীপুরের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত