নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তৃতার আয়োজন করা হয়। সুবর্ণজয়ন্তীতে আলোকসজ্জায় সজ্জিত করা হয় পুরো কলেজ ক্যাম্পাস।
বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. আজিজুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধুর ত্যাগ ও মহিমার কথা আলোচনা করে বলেন, ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সমার্থক।’
এ সময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হয়ে দেশের দরিদ্র মেহনতি মানুষকে সেবার ব্রত গড়ে তোলার আহ্বান জানান।
সোনার বাংলা বিনির্মাণের জন্য বঙ্গবন্ধুর আদর্শ লালনের জন্য সকলকে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণের মাধ্যমেই সোনার বাংলা গড়া সম্ভব।’
এ সময় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকলকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য, ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. আব্দুল মতিন, ডা. রওশন আরা খানম, ডা. মেহেরুন্নেসা বেগম, ডা. মোহাম্মদ নুরুল গনি ও ডা. মো. রজিবুল হকসহ প্রমুখ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তৃতা প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম। তাঁর বক্তৃতা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
বিজয় দিবস উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়।
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তৃতার আয়োজন করা হয়। সুবর্ণজয়ন্তীতে আলোকসজ্জায় সজ্জিত করা হয় পুরো কলেজ ক্যাম্পাস।
বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. আজিজুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধুর ত্যাগ ও মহিমার কথা আলোচনা করে বলেন, ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সমার্থক।’
এ সময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হয়ে দেশের দরিদ্র মেহনতি মানুষকে সেবার ব্রত গড়ে তোলার আহ্বান জানান।
সোনার বাংলা বিনির্মাণের জন্য বঙ্গবন্ধুর আদর্শ লালনের জন্য সকলকে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণের মাধ্যমেই সোনার বাংলা গড়া সম্ভব।’
এ সময় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকলকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।
আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য, ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. আব্দুল মতিন, ডা. রওশন আরা খানম, ডা. মেহেরুন্নেসা বেগম, ডা. মোহাম্মদ নুরুল গনি ও ডা. মো. রজিবুল হকসহ প্রমুখ। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তৃতা প্রদান করেন কলেজের উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম। তাঁর বক্তৃতা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
বিজয় দিবস উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
২৫ মিনিট আগে