Ajker Patrika

রাজবাড়ীতে ২ মামলায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ২ মামলায় বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর

রাজবাড়ীর আদালতে দায়ের করা দুটি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে শুনানির ধার্য দিনে তাঁকে রাজবাড়ী ২ নং আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সুধাংশু শেখর তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক আবু সাঈদ চাঁদের জামিন নামঞ্জুর করেন এবং রিমান্ড শুনানি পড়ে ঘোষণা হবে বলে জানান।

আদালত সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সোহেল রানা টিপু গত ২৪ মে এবং পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস গত ২৫ মে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে রাজবাড়ীর আদালতে পৃথক দুটি মামলা করেন।

আসামি পক্ষের আইনজীবী কামরুল আলম বলেন, বিএনপি নেতা চাঁদের জামিন চেয়েছিলেন। আদালত নামঞ্জুর করেছেন। রিমান্ডও নামঞ্জুর হয়েছে বলে জানান তিনি। তাঁর মুক্তির জন্য প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত