গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের মারধরের প্রতিবাদে কারখানাটির শ্রমিকেরা এই ভাঙচুর চালান। আজ শুক্রবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কারখানার শ্রমিক রাব্বি হাসান বলেন, ‘রাত ২টায় আমরা কাজ করছি। এ সময় কয়েকজন পুলিশ এসে আমাদের ডেকে নেয়। এরপর আমাদের সাদা কাগজে সই-স্বাক্ষর নেয়। আমরা বেতন-ভাতা নিয়ে আন্দোলন করলে সমস্যা হবে বলে হুমকি দেয়। এর প্রতিবাদ করলে কয়েকজনকে মারধর করে। আজ সকালে আবার পুলিশ এলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়। এ সময় বেতন-ভাতা চাইলে শ্রমিকদের ওপর হামলা চালায় পুলিশ। এরপর শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালায়।’
নারী শ্রমিক লিজা আক্তার বলেন, ‘আমাদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধের পাঁয়তারা করছিল কর্তৃপক্ষ। আমরা বলেছি, আমাদের মে ও জুন মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বেতন-ভাতা পরিশোধ না করে শ্রমিকদের মারধর করে পুলিশ। যে প্রতিবাদ করছে তাকেই পুলিশ আটক করছে।’
কারখানার অপর শ্রমিক নজরুল ইসলাম বলেন, ‘কারখানার শ্রমিকদের ওপর নির্যাতনের নায়ক মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আবু হানিফ। তিনি প্রতিনিয়ত শ্রমিকদের মারধর করেন। গত বৃহস্পতিবার রাতেও পুলিশ এনে বিনা কারণে শ্রমিকদের মারধর করিয়েছেন তিনি।’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আবু হানিফ বলেন, ‘বেশির ভাগ শ্রমিকের মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে। বাকি শ্রমিকদের বেতন রোববার দেওয়ার কথা দিয়েছি। কিন্তু শ্রমিকেরা তা না মেনে আজ শুক্রবার বেতনের দাবিতে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। কারখানার কম্পিউটার, ল্যাপটপ, এসি, ভবনের গ্লাস, চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। তাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।’
তবে শ্রমিকদের মারধরের বিষয়ে জানতে চাইলে আবু হানিফ দাবি করেন, শ্রমিকদের মারধরের বিষয়টি সঠিক নয়।
এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশের এএসপি (সার্কেল) মুন্সি আবদুল্লাহ শ্রমিকদের মারধরের বিষয়টি সঠিক নয় দাবি করে আজকের পত্রিকাকে বলেন, কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে শ্রমিকেরা। খবর পেয়ে সেখানে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। উসকানিদাতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের মারধরের প্রতিবাদে কারখানাটির শ্রমিকেরা এই ভাঙচুর চালান। আজ শুক্রবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কারখানার শ্রমিক রাব্বি হাসান বলেন, ‘রাত ২টায় আমরা কাজ করছি। এ সময় কয়েকজন পুলিশ এসে আমাদের ডেকে নেয়। এরপর আমাদের সাদা কাগজে সই-স্বাক্ষর নেয়। আমরা বেতন-ভাতা নিয়ে আন্দোলন করলে সমস্যা হবে বলে হুমকি দেয়। এর প্রতিবাদ করলে কয়েকজনকে মারধর করে। আজ সকালে আবার পুলিশ এলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়। এ সময় বেতন-ভাতা চাইলে শ্রমিকদের ওপর হামলা চালায় পুলিশ। এরপর শ্রমিকেরা কারখানায় ভাঙচুর চালায়।’
নারী শ্রমিক লিজা আক্তার বলেন, ‘আমাদের বেতন-ভাতা না দিয়ে কারখানা বন্ধের পাঁয়তারা করছিল কর্তৃপক্ষ। আমরা বলেছি, আমাদের মে ও জুন মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বেতন-ভাতা পরিশোধ না করে শ্রমিকদের মারধর করে পুলিশ। যে প্রতিবাদ করছে তাকেই পুলিশ আটক করছে।’
কারখানার অপর শ্রমিক নজরুল ইসলাম বলেন, ‘কারখানার শ্রমিকদের ওপর নির্যাতনের নায়ক মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আবু হানিফ। তিনি প্রতিনিয়ত শ্রমিকদের মারধর করেন। গত বৃহস্পতিবার রাতেও পুলিশ এনে বিনা কারণে শ্রমিকদের মারধর করিয়েছেন তিনি।’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আবু হানিফ বলেন, ‘বেশির ভাগ শ্রমিকের মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে। বাকি শ্রমিকদের বেতন রোববার দেওয়ার কথা দিয়েছি। কিন্তু শ্রমিকেরা তা না মেনে আজ শুক্রবার বেতনের দাবিতে কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। কারখানার কম্পিউটার, ল্যাপটপ, এসি, ভবনের গ্লাস, চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। তাতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।’
তবে শ্রমিকদের মারধরের বিষয়ে জানতে চাইলে আবু হানিফ দাবি করেন, শ্রমিকদের মারধরের বিষয়টি সঠিক নয়।
এ বিষয়ে জানতে চাইলে শিল্প পুলিশের এএসপি (সার্কেল) মুন্সি আবদুল্লাহ শ্রমিকদের মারধরের বিষয়টি সঠিক নয় দাবি করে আজকের পত্রিকাকে বলেন, কারখানায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে শ্রমিকেরা। খবর পেয়ে সেখানে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। উসকানিদাতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকায় স্থানীয় জনতা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।
৫ মিনিট আগেগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আমাদের সংবিধানে ক্ষমতার কোনো ভারসাম্য নেই। সব ক্ষমতা কেবল একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। যে-ই প্রধানমন্ত্রী হোক, পুরো রাষ্ট্র তাঁর পকেটে। এ রকম ক্ষমতা আছে বলেই তাঁরা আমাদের ওপর ত্রাসের রাজত্ব কায়েম করতে পেরেছেন।’ তিনি বলেন, ‘ভবিষ্যতে বাংলাদে
১৯ মিনিট আগেনাটোরের লালপুরে পদ্মার শাখানদীতে স্পিডবোটে এসে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মার শাখানদীতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৩৩ মিনিট আগেঢাকায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা আফসানা প্রিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে প্রিয়ার স্বামীর বাড়ি যায়। সেখানে তারা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানায়। এ সময় বিমানবাহিনীর সদস্যরা নিহত ব্যক্তির কবরের পাশে গিয়ে গার্ড অব...
৪২ মিনিট আগে