Ajker Patrika

অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্তের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি
অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্তের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ, কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নতিসহ ১২ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালায় বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের দেওয়া ১২ দফায় অন্তর্ভুক্ত করতে হবে। অন্তর্ভুক্ত না করা পর্যন্ত বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তা মেনে নেবেন না। কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অভিন্ন নীতিমালায় এ ১২ দফা অন্তর্ভুক্ত না করলে ভবিষ্যতে তাঁরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন-বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ সোবহানী আল ভাসানী প্রমুখ। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত