টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিরল রোগে আক্রান্ত কিশোর হাফিজুর মোল্লা বাকুর (১৬) চিকিৎসার দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ ওই কিশোরের চিকিৎসায় ১০ হাজার টাকার নগদ অনুদান দিয়েছেন।
বিরল রোগে আক্রান্ত কিশোর ওই গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে। আজ সোমবার উপজেলার কুশলী গ্রামে গিয়ে ওই কিশোরের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এবং উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন ওই সমাজসেবা কর্মকর্তা।
মো. হারুন অর রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সমাজসেবার ইউনিট রয়েছে। আমাদের এই ইউনিটের মাধ্যমে বাকুকে ওই হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আশা করি এখান থেকে চিকিৎসা পেয়ে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। চিকিৎসা গ্রহণের প্রাথমিক খরচ হিসেবে তাকে আমরা ১০ হাজার টাকার অনুদান দিয়েছি। অনুদান পাওয়ার আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে আমরা তাকে এই অনুদানের টাকা দিয়েছি।’
বাকুর মা রুহিয়া বেগম বলেন, ‘আমার ছেলে জন্মের পর থেকে সুস্থ জীবন যাপন করছিল। বয়স ১০ বছর হওয়ার পর সে এই রোগে আক্রান্ত হয়। স্কুলে যেতে পারেনি। এখন ভ্যান চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। তাকে ডাক্তার দেখিয়েছিলাম, ২ লাখ টাকা চেয়েছিল। আমাদের কাছে টাকা নেই, তাই চিকিৎসা করাতে পারিনি। এখন সমাজসেবা অধিদপ্তর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তারা আমাদের ১০ হাজার টাকা দিয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমরা সেখানে তাকে ভর্তি করাব।’
কিশোর বাকু বলে, ‘এই রোগে আক্রান্ত হওয়ার কারণে পড়াশোনা করতে পারিনি। মাঝে মাঝে জ্বর হয়। পায়ে ব্যথা হয়। পা খুব ফুলে যাওয়ায় কাজ করতে অসুবিধা হয়। সমাজসেবা অধিদপ্তর আমার কথা জানতে পেরে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারা আমার চিকিৎসার সব ব্যবস্থা করে দিতে চেয়েছেন। আমি চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরতে চাই।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিরল রোগে আক্রান্ত কিশোর হাফিজুর মোল্লা বাকুর (১৬) চিকিৎসার দায়িত্ব নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ ওই কিশোরের চিকিৎসায় ১০ হাজার টাকার নগদ অনুদান দিয়েছেন।
বিরল রোগে আক্রান্ত কিশোর ওই গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে। আজ সোমবার উপজেলার কুশলী গ্রামে গিয়ে ওই কিশোরের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন এবং উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন ওই সমাজসেবা কর্মকর্তা।
মো. হারুন অর রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সমাজসেবার ইউনিট রয়েছে। আমাদের এই ইউনিটের মাধ্যমে বাকুকে ওই হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আশা করি এখান থেকে চিকিৎসা পেয়ে সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। চিকিৎসা গ্রহণের প্রাথমিক খরচ হিসেবে তাকে আমরা ১০ হাজার টাকার অনুদান দিয়েছি। অনুদান পাওয়ার আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে আমরা তাকে এই অনুদানের টাকা দিয়েছি।’
বাকুর মা রুহিয়া বেগম বলেন, ‘আমার ছেলে জন্মের পর থেকে সুস্থ জীবন যাপন করছিল। বয়স ১০ বছর হওয়ার পর সে এই রোগে আক্রান্ত হয়। স্কুলে যেতে পারেনি। এখন ভ্যান চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করে। তাকে ডাক্তার দেখিয়েছিলাম, ২ লাখ টাকা চেয়েছিল। আমাদের কাছে টাকা নেই, তাই চিকিৎসা করাতে পারিনি। এখন সমাজসেবা অধিদপ্তর তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তারা আমাদের ১০ হাজার টাকা দিয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। আমরা সেখানে তাকে ভর্তি করাব।’
কিশোর বাকু বলে, ‘এই রোগে আক্রান্ত হওয়ার কারণে পড়াশোনা করতে পারিনি। মাঝে মাঝে জ্বর হয়। পায়ে ব্যথা হয়। পা খুব ফুলে যাওয়ায় কাজ করতে অসুবিধা হয়। সমাজসেবা অধিদপ্তর আমার কথা জানতে পেরে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তারা আমার চিকিৎসার সব ব্যবস্থা করে দিতে চেয়েছেন। আমি চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরতে চাই।’
ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
১৩ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
১৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২০ মিনিট আগেচট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে