কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে অনার্স-মাস্টার্স পান অসহায় বেকার প্রতিবন্ধী আনিছুর রহমানকে একটি কম্পিউটার দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে সমিতির পক্ষ থেকে।
দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবন্ধী আনিছুর রহমান কর্মসংস্থানের জন্য লেখালেখি করে যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতির।
আনিছের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে। ভিটেমাটি ছাড়া আর কোনো সহায় সম্পদ নেই তাঁর পরিবারের। বাবা ছিদ্দিক হোসাইন পেশায় ঝালমুড়ি বিক্রেতা। বাবার আয় এবং প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের সহায়তায় লেখাপড়া করে এত দূর এগিয়েছেন আনিছুর ও তাঁর বোন আমেনা।
২০১৮ সালে মাস্টার্স পাশ করার পর থেকেই আনিছুর চাকরির জন্য চেষ্টা করতে থাকেন। ফেসবুকেও বিভিন্ন পোস্ট দিতে থাকেন। কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছিল না।
আনিছ জানান, বাবার ঝালমুড়ি বিক্রির টাকায় তিনবেলা কোনো রকমে খাওয়াই হয় না। তার ওপর দুই ভাই বোনের লেখাপড়া। বিভিন্নজনের কাছ থেকে সহায়তা পেয়ে তারা পড়ালেখা চালিয়ে গেছেন। এক বেলা করে খেয়েও দিনের পর দিন পার করেছেন। একটি চাকরির জন্য সমাজের নানা পেশার মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু কারও কাছ থেকে কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের অসহায়ত্বের কথাও জানিয়েছেন তিনি। অবশেষে চাকরি নামক সোনার হরিণের দেখা পেয়েছেন তিনি।
তাঁর ফেসবুক স্ট্যাটাসটি নজরে আসে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জার। তিনি কিশোরগঞ্জের পুলিশ সুপারকে ফোন করে আনিছুরের জন্য কিছু করার আগ্রহ প্রকাশ করেন। একপর্যায়ে পুনাক সভানেত্রীর সঙ্গে কথা হয় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের। তিনি আনিছুরকে একটি চাকরির ব্যবস্থা করার জন্য পরিবহন সমিতির এই নেতাকে বললে তিনি রাজি হন।
পরে পুলিশ সুপার আনিছুরকে ডেকে আনেন তার কার্যালয়ে। কম্পিউটারে পারদর্শী আনিছুরকে পরিবহন সমিতির অফিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি দিতে রাজি হন পরিবহন সমিতির আহ্বায়ক শাহীন।
মঙ্গলবার বেলা ১১টায় কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় পুনাক সভানেত্রী জীশান মীর্জার পক্ষ থেকে আনিছুরকে একটি কম্পিউটার উপহার ও সড়ক পরিবহন সমিতির কম্পিউটার অপারেটর পদে চাকরির নিয়োগপত্র হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন।
কিশোরগঞ্জে অনার্স-মাস্টার্স পান অসহায় বেকার প্রতিবন্ধী আনিছুর রহমানকে একটি কম্পিউটার দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে সমিতির পক্ষ থেকে।
দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবন্ধী আনিছুর রহমান কর্মসংস্থানের জন্য লেখালেখি করে যাচ্ছিলেন। বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতির।
আনিছের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে। ভিটেমাটি ছাড়া আর কোনো সহায় সম্পদ নেই তাঁর পরিবারের। বাবা ছিদ্দিক হোসাইন পেশায় ঝালমুড়ি বিক্রেতা। বাবার আয় এবং প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের সহায়তায় লেখাপড়া করে এত দূর এগিয়েছেন আনিছুর ও তাঁর বোন আমেনা।
২০১৮ সালে মাস্টার্স পাশ করার পর থেকেই আনিছুর চাকরির জন্য চেষ্টা করতে থাকেন। ফেসবুকেও বিভিন্ন পোস্ট দিতে থাকেন। কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছিল না।
আনিছ জানান, বাবার ঝালমুড়ি বিক্রির টাকায় তিনবেলা কোনো রকমে খাওয়াই হয় না। তার ওপর দুই ভাই বোনের লেখাপড়া। বিভিন্নজনের কাছ থেকে সহায়তা পেয়ে তারা পড়ালেখা চালিয়ে গেছেন। এক বেলা করে খেয়েও দিনের পর দিন পার করেছেন। একটি চাকরির জন্য সমাজের নানা পেশার মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু কারও কাছ থেকে কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের অসহায়ত্বের কথাও জানিয়েছেন তিনি। অবশেষে চাকরি নামক সোনার হরিণের দেখা পেয়েছেন তিনি।
তাঁর ফেসবুক স্ট্যাটাসটি নজরে আসে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জার। তিনি কিশোরগঞ্জের পুলিশ সুপারকে ফোন করে আনিছুরের জন্য কিছু করার আগ্রহ প্রকাশ করেন। একপর্যায়ে পুনাক সভানেত্রীর সঙ্গে কথা হয় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের। তিনি আনিছুরকে একটি চাকরির ব্যবস্থা করার জন্য পরিবহন সমিতির এই নেতাকে বললে তিনি রাজি হন।
পরে পুলিশ সুপার আনিছুরকে ডেকে আনেন তার কার্যালয়ে। কম্পিউটারে পারদর্শী আনিছুরকে পরিবহন সমিতির অফিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি দিতে রাজি হন পরিবহন সমিতির আহ্বায়ক শাহীন।
মঙ্গলবার বেলা ১১টায় কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় পুনাক সভানেত্রী জীশান মীর্জার পক্ষ থেকে আনিছুরকে একটি কম্পিউটার উপহার ও সড়ক পরিবহন সমিতির কম্পিউটার অপারেটর পদে চাকরির নিয়োগপত্র হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২৬ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২৭ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৪৩ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
২ ঘণ্টা আগে