Ajker Patrika

পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৬: ০৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার মাকুরশাহ মাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মোরশেদ আলম তানিম (১৮) নামে এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

আজ বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন রোডের মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয় তানিম।

নিহতের বাবা তারেক ফিরোজ আলম জানান, তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার বামনী গ্রামে। বর্তমানে বংশালে নূর বক্স লেন এলাকায় থাকেন। তানিম বংশাল আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে তানিম ছিল বড়।

তিনি আরও জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয় তানিম। পথচারীরা সেখান থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হলে পরদিন মঙ্গলবার বিকেলে আবার অসুস্থ হয়ে পড়ে তানিম। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সাড়ে ৫টার দিকে মারা যায় তানিম।

তানিমের বাবা আরও জানান, আহতাবস্থায় তানিমের কাছ থেকে জানতে পারি, সোমবার রাতে বাসায় ফেরার সময় মাকুরশাহ মাজারের সামনে আসলে দুই ছিনতাইকারী তানিমের পথরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল না দিলে তানিমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

চকবাজার থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, গত সোমবার রাতে মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয়েছিল ওই শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরিবারের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত