Ajker Patrika

৭ খুনের বিচারের রায় কার্যকরে আইনজীবীদের আলটিমেটাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের আইনজীবীরা। কর্মসূচিতে আইনজীবীদের সঙ্গে উপস্থিত ছিলেন নিহত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী।

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আজ রোববার সকাল ১০টার দিকে আইনজীবী সমিতির ভবনের সামনে এ মানববন্ধন হয়। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে আপিল বিভাগকে রায় নিষ্পত্তির জন্য আলটিমেটাম দেন বক্তারা।

মামলার বাদী ও নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, ‘লোমহর্ষ এই হত্যাকাণ্ডের বিচার আমরা সবাই চাই। কিন্তু কেন সুপ্রিম কোর্টে এটি ঝুলে আছে? কেন বিচার হচ্ছে না? আমরা এ জন্য নিরাশ হয়ে আছি। মাননীয় প্রধান উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল ও প্রধান বিচারপতির কাছে দাবি—উনারা এই বিচারের রায়টি যাতে দ্রুত কার্যকর করেন।’

বাদীপক্ষের আইনজীবী ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের সাত খুন একটি কলঙ্কিত অধ্যায়। এ ঘটনা যখন ঘটে, তখন নারায়ণগঞ্জে গডফাদারের রাজত্ব কায়েম ছিল। দেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে দিবালোকে সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। সাখাওয়াত হোসেন আরও বলেন, নিম্ন আদালত ও উচ্চ আদালতে মামলার রায় দেওয়া হয়। আপিল করার পরও ৬-৭ বছর কেটে গেছে। বর্তমান সরকারের কাছে অনুরোধ, দ্রুত আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তির ব্যবস্থা করার জন্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত