Ajker Patrika

চকরিয়ায় ভাড়া বাসায় ঢুকে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২: ১১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে ভাড়া বাসায় ঢুকে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ ও চুরির ঘটনা ঘটেছে। রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে ভয়ভীতি দেখিয়ে এ ঘটনা ঘটায় এক দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই নারীর স্বামী পুলিশ কনস্টেবল আজকের পত্রিকাকে বলেন, ‘চাকরির সুবাধে চকরিয়া পৌর শহরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকি। গতকাল মঙ্গলবার দিবারাত্রী ডিউটিতে নিয়োজিত ছিলাম। শেষ রাতে বাসায় ঢুকে একজন অজ্ঞাত চোর চুরি শেষে ভয়ভীতি দেখিয়ে আমার স্ত্রীকে ধর্ষণ করেছেন।’ বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চকরিয়া থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে কোনো আসামির নাম উল্লেখ নেই। চোরের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে উল্লেখ করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘মামলা নেওয়া হয়েছে। আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা-ভাঙচুর

জয়া আহসানকে নিয়ে খেপেছেন তৃণমূল নেত্রী, টালিউডে বাংলাদেশিদের নিষিদ্ধের দাবি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, অগ্নিসংযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত