নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন। মহানগর দায়রা আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
আজ জামিন শুনানির দিন ধার্য ছিল। এর আগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় আইনজীবীর মাধ্যমে গত ৩ মে আত্মসমর্পণ করেন মতিউর রহমান। একই সঙ্গে জামিনের আবেদন করেন। বিচারক মো. আছাদুজ্জামান ১৬ আগস্ট পর্যন্ত মতিউর রহমান যেমন আছেন তেমন থাকবেন নির্দেশনা দিয়ে জামিন শুনানির দিন ধার্য করেন।
গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন মতিউর রহমান। ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে হাইকোর্ট ওই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গত ২৯ মার্চ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ভোর ৫টার দিকে আশুলিয়ায় আমবাগানের ওই বাসায় সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার (উপপরিদর্শক) এসআই রাজু মণ্ডল।
শামসকে আটক করে ঢাকায় নিয়ে আসার পর দুপুরের তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মহানগর উত্তর যুবলীগের নেতা মো. গোলাম কিবরিয়া। মামলায় শামসুজ্জামান শামস ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
পরে রাত ১১টার দিকে অ্যাডভোকেট মশিউর মালেক আরেকটি মামলা করেন। ওই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও শামসের সঙ্গে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, স্বাধীনতা দিবসে প্রথম আলোর ওয়েবসাইটে একটি ছবিসহ সংবাদ প্রকাশ করা হয়। একই সঙ্গে তা তাদের ফেসবুক পেজে শেয়ার করে। ফেসবুকের ফটো কার্ডে দেখা যায়, একটি শিশু ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধের ফটকে দাঁড়িয়ে আছে। আর নিচে জাকির হোসেনকে উদ্ধৃত করে লেখা, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো।’
এর মাধ্যমে স্বাধীনতা দিবসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রয়াস চালানো হয় এবং অন্যের বক্তব্য শিশুটির সঙ্গে জুড়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন। মহানগর দায়রা আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
আজ জামিন শুনানির দিন ধার্য ছিল। এর আগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় আইনজীবীর মাধ্যমে গত ৩ মে আত্মসমর্পণ করেন মতিউর রহমান। একই সঙ্গে জামিনের আবেদন করেন। বিচারক মো. আছাদুজ্জামান ১৬ আগস্ট পর্যন্ত মতিউর রহমান যেমন আছেন তেমন থাকবেন নির্দেশনা দিয়ে জামিন শুনানির দিন ধার্য করেন।
গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন মতিউর রহমান। ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে হাইকোর্ট ওই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গত ২৯ মার্চ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ভোর ৫টার দিকে আশুলিয়ায় আমবাগানের ওই বাসায় সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার (উপপরিদর্শক) এসআই রাজু মণ্ডল।
শামসকে আটক করে ঢাকায় নিয়ে আসার পর দুপুরের তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মহানগর উত্তর যুবলীগের নেতা মো. গোলাম কিবরিয়া। মামলায় শামসুজ্জামান শামস ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।
পরে রাত ১১টার দিকে অ্যাডভোকেট মশিউর মালেক আরেকটি মামলা করেন। ওই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকেও শামসের সঙ্গে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, স্বাধীনতা দিবসে প্রথম আলোর ওয়েবসাইটে একটি ছবিসহ সংবাদ প্রকাশ করা হয়। একই সঙ্গে তা তাদের ফেসবুক পেজে শেয়ার করে। ফেসবুকের ফটো কার্ডে দেখা যায়, একটি শিশু ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধের ফটকে দাঁড়িয়ে আছে। আর নিচে জাকির হোসেনকে উদ্ধৃত করে লেখা, ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো।’
এর মাধ্যমে স্বাধীনতা দিবসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রয়াস চালানো হয় এবং অন্যের বক্তব্য শিশুটির সঙ্গে জুড়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে