Ajker Patrika

মানিকগঞ্জ-২ আসন: মমতাজের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নানা অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৬: ৫৮
মানিকগঞ্জ-২ আসন: মমতাজের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নানা অভিযোগ

মিথ্যা অপপ্রচার, চরিত্র হনন, নির্বাচনী কাজে বাধাদানসহ কর্মীদের গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। আজ বুধবার দুপুরে উপজেলার বাইমাইল এলাকায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করা হয়। দেওয়ান জাহিদ আহমেদ টুলু জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

সংবাদ সম্মেলনে দেওয়ান জাহিদ বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে তাঁর পক্ষে ভোট চাইতে গেলে আব্দুর রাজ্জাকসহ পাঁচজনকে গুলি করে হত্যার হুমকি দেন নৌকার প্রার্থী মমতাজ বেগমের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার।

জেলা আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, ‘আলী ইস্কান্দার আমার কর্মীদের ট্রাক মার্কার পক্ষে কাজ করলে গলা টিপে, হাত কেটে এবং গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। এর আগে হরিরামপুরে আমার এক কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে তারা। আমরা বিষয়টি উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। তা ছাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

দেওয়ান জাহিদ বলেন, ‘নির্বাচন ভালোভাবে চলছিল। এখন নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আমার কর্মী-সমর্থকদের ওপর জুলুম-নির্যাতন তত বাড়ছে। এখন আমরা নির্বাচনে ভোটারের কাছে যাব, নাকি থানা-পুলিশ করব, নাকি রিটার্নিং কর্মকর্তার কাছে দৌড়াব।’

স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘আমার আসনে আরও অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, তাদের কিছু বলে না। তারা শুধু আমার কর্মী-সমর্থকদের হুমকি দেয়, মারধর করে।’ তিনি বলেন, ‘জনগণের ভালোবাসা, জনগণের শক্তি আমার সঙ্গে আছে। দু-চারটা চুনোপুঁটির হুমকির কারণে ভোট থেকে সরে যাওয়ার কারণ নেই। তারা আমার কিছু করতে পারবে না।’

এ সময় উপস্থিত ছিলেন বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সিংগাইর, হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। এ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত