কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে আসা এক আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুরের কাপাসিয়া থানা-পুলিশ।
গতকাল শনিবার ভোরে তাঁকে কাপাসিয়া উপজেলা টোক ইউনিয়ন এলাকায় ছিনতাইয়ের সময় গ্রেপ্তার করা হয়। তিনি ১২ মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাঁর নামে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামির নাম—নরসিংদী জেলার মনোহরদী থানার ঝালোয়াপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. নয়ন মিয়া (৪৪)।
মামলার বাদী ও টোক নয়ন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মো. আবুল কাশেম বলেন, ‘শনিবার ভোরের দিকে বাড়ি থেকে বের হয়ে ঘোষেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ইজিবাইকে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশের ঝোপের আড়াল থেকে চার সন্ত্রাসী এসে কিল-ঘুষি মারে। একজন রামদা গলায় ধরে বলে, ‘তোর সঙ্গে যা আছে দিয়ে দে, শোর ও চিৎকার করলে তোর গলা কেটে ফেলব।’ এ কথা বলে একজন সন্ত্রাসী বুক পকেটে থাকা নগদ ২ হাজার টাকা এবং অপর একজন প্যান্টের পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়।’
আবুল কাশেম আরও বলেন, ‘আমাকে ছেড়ে দিয়ে অন্যান্য পথচারীদের কাছ থেকে ছিনতাইয়ের জন্য তারা অবস্থান করতে থাকে। এ সময় ভয়ে দৌড়ে দূরে গিয়ে চিৎকার করি। ঘটনাস্থলের কিছু দূরে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে থাকা পুলিশ দেখতে পায়। পুলিশকে বিষয়টি জানালে তারা ও স্থানীয় জনগণ মিলে একজন সন্ত্রাসীকে হাতেনাতে ধরে। সে সময় অপর তিনজন দৌড়ে পালিয়ে যায়।’
পালিয়ে আসা চার আসামি হলেন—কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানার চর দেওকান্দি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. হারুন, এগারসিন্দুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে ভূট্টো মিয়া, জামালপুর মধ্যপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. সুমন।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামি নয়ন মিয়ার নামে তিনটি অস্ত্র, চিরটি ডাকাতি ও চারটি ডাকাতির প্রস্তুতির মামলা চলমান রয়েছে। কাপাসিয়া থানায় নতুন করে মারপিট, জীবননাশের ভয়ভীতি ও ছিনতাইয়ের ঘটনায় একটি ২৭টি মামলা হয়েছে।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া বলেন, সদ্য কোটা আন্দোলন সময় ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে নয়ন মিয়া পালিয়ে আসে। পুরোনো সঙ্গীদের নিয়ে ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। রিমান্ডের আবেদন করে আজ রোববার দুপুরে তাঁকে গাজীপুর জেলা আদালতের পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি জানান, বহু মামলার আসামি নয়ন মিয়া তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। সে এই উপজেলাতে বড় ধরনের অপরাধ ঘটাতে পারত।
কোটা সংস্কার আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে আসা এক আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুরের কাপাসিয়া থানা-পুলিশ।
গতকাল শনিবার ভোরে তাঁকে কাপাসিয়া উপজেলা টোক ইউনিয়ন এলাকায় ছিনতাইয়ের সময় গ্রেপ্তার করা হয়। তিনি ১২ মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাঁর নামে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামির নাম—নরসিংদী জেলার মনোহরদী থানার ঝালোয়াপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. নয়ন মিয়া (৪৪)।
মামলার বাদী ও টোক নয়ন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মো. আবুল কাশেম বলেন, ‘শনিবার ভোরের দিকে বাড়ি থেকে বের হয়ে ঘোষেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ইজিবাইকে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশের ঝোপের আড়াল থেকে চার সন্ত্রাসী এসে কিল-ঘুষি মারে। একজন রামদা গলায় ধরে বলে, ‘তোর সঙ্গে যা আছে দিয়ে দে, শোর ও চিৎকার করলে তোর গলা কেটে ফেলব।’ এ কথা বলে একজন সন্ত্রাসী বুক পকেটে থাকা নগদ ২ হাজার টাকা এবং অপর একজন প্যান্টের পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়।’
আবুল কাশেম আরও বলেন, ‘আমাকে ছেড়ে দিয়ে অন্যান্য পথচারীদের কাছ থেকে ছিনতাইয়ের জন্য তারা অবস্থান করতে থাকে। এ সময় ভয়ে দৌড়ে দূরে গিয়ে চিৎকার করি। ঘটনাস্থলের কিছু দূরে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে থাকা পুলিশ দেখতে পায়। পুলিশকে বিষয়টি জানালে তারা ও স্থানীয় জনগণ মিলে একজন সন্ত্রাসীকে হাতেনাতে ধরে। সে সময় অপর তিনজন দৌড়ে পালিয়ে যায়।’
পালিয়ে আসা চার আসামি হলেন—কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানার চর দেওকান্দি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. হারুন, এগারসিন্দুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে ভূট্টো মিয়া, জামালপুর মধ্যপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. সুমন।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামি নয়ন মিয়ার নামে তিনটি অস্ত্র, চিরটি ডাকাতি ও চারটি ডাকাতির প্রস্তুতির মামলা চলমান রয়েছে। কাপাসিয়া থানায় নতুন করে মারপিট, জীবননাশের ভয়ভীতি ও ছিনতাইয়ের ঘটনায় একটি ২৭টি মামলা হয়েছে।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর মিয়া বলেন, সদ্য কোটা আন্দোলন সময় ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে নয়ন মিয়া পালিয়ে আসে। পুরোনো সঙ্গীদের নিয়ে ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। রিমান্ডের আবেদন করে আজ রোববার দুপুরে তাঁকে গাজীপুর জেলা আদালতের পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি জানান, বহু মামলার আসামি নয়ন মিয়া তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। সে এই উপজেলাতে বড় ধরনের অপরাধ ঘটাতে পারত।
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।
৩ ঘণ্টা আগে