Ajker Patrika

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাই গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘কাদির সিপাই গ্রুপের’ প্রধান শীর্ষ সন্ত্রাসী কাদির সিপাইকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সদর থানার দুধ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার র‍্যাব-১১-এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই শীর্ষ সন্ত্রাসী ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সামেদ আলীর প্রধান সহযোগী হিসেবে পরিচিত। মূলত সামেদ আলীর ছত্রচ্ছায়ায় কাদের সিপাই এবং তাঁর দলবল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে চাঁদাবাজি, দখলবাজি, প্রতিপক্ষের ওপর হামলাসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল। বক্তাবলীর এ গ্রুপটি মূর্তিমান আতঙ্কের নাম।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কাদির সিপাই আত্মগোপনে চলে যান। তাঁর বিরুদ্ধে ফতুল্লা, সদর, বন্দর, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় হত্যা, ডাকাতি, হুমকি, চাঁদাবাজি, নাশকতা, হত্যাচেষ্টা, মারামারিসহ মোট ২৮টি মামলা রয়েছে। তাঁকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত