Ajker Patrika

সাত মসজিদ রোডে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২৩, ২৩: ৫৬
সাত মসজিদ রোডে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ‘সড়ক বিভাজক’ নির্মাণের জন্য পুরোনো গাছগুলো কেটে ফেলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নগরের পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে এসব পুরোনো গাছ কাটার প্রতিবাদে পরিবেশ কর্মী, সমাজকর্মী, এলাকাবাসী ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় ধানমন্ডি আবাহনী মাঠের সামনে ‘সাত মসজিদ সড়কে গাছ রক্ষা আন্দোলন’ এর ব্যানারে এই মানববন্ধন করা হয় ৷ মানববন্ধনে উপস্থিত ছিলেন মানবাধিকার ও পরিবেশ কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘নগরের পরিবেশ রক্ষার জন্য এই গাছগুলো খুব গুরুত্বপূর্ণ। উন্নয়ন মানেই গাছ কাটতে হবে এমন কোনো কথা নেই। আমাদের রোড ডিভাইডার দরকার এটা মানি। কিন্তু আমাদের এই সব গাছও দরকার। বসবাস উপযোগী নগরের জন্য এসব গাছ খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই মানববন্ধন থেকে আমরা ঢাকা দক্ষিণ সিটির মেয়রের কাছে আহ্বান জানাই, এই গাছগুলো বাঁচিয়ে যেন রোড ডিভাইডার নির্মাণের কাজ করা হয়।’

শহর থেকে গাছগাছালি উধাও হয়ে যাওয়ায় নানা রকম রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করেন মানবাধিকার কর্মী খুশি কবির। তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ এখন ফুসফুস সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর পেছনে আমাদের নির্বিচারে পরিবেশ ধ্বংস করার মানসিকতা দায়ী। যে গাছগুলো কাটা হচ্ছে সেগুলো অনেক পুরোনো গাছ এই সড়কের। আমরা নির্বিচারে এসব গাছ কাটার প্রতিবাদ জানাচ্ছি। গাছগুলো বাঁচিয়ে কীভাবে উন্নয়নকাজ করা যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা সেই দাবি জানাই।’ 

বিভিন্ন প্লাকার্ড নিয়ে প্রতিবাদ করেন তারারাত দশটায় এই মানববন্ধন শেষ করার আগে আয়োজকদের পক্ষ থেকে লাগাতার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। গাছ কাটা বন্ধ না হলে কাল থেকে প্রতিদিন লাগাতার প্রতিবাদ কর্মসূচির পালন করা হবে বলে জানান তারা ৷ 

মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি কর্মী অরূপ রাহী, এলাকাবাসী ও ধানমন্ডি থানা ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত