কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত ভৈরব উপজেলার আতকাপাড়া ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, সোমবার (৭ এপ্রিল) রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারম খেলতে যান পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। সেখানে ক্যারম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করে আতকাপাড়া গ্রামের লোকজন।
পরে এ নিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আবার তর্কাতর্কি হলে একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনায় আহত কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামের মো. রিপন বলেন, ‘ঘটনা কী নিয়ে আমি জানি না। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ কিছু লোকজন এসে আমাকে মারধর করে।’
ষোলরশি গ্রামের আহত শফিকুল ইসলাম বলেন, ‘ক্যারম খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসি। এসে দেখি ভৈরবের লোকজন আমাদের এলাকায় উঠে পড়ছে। এ সময় ইটের আঘাতে আমার মাথা ফেটে যায়।’
ভৈরব উপজেলার আতকাপাড়া গ্রামের মো. রবিন বলেন, ক্যারম খেলা নিয়ে রাতে তর্কাতর্কি হয়। সেই তর্কাতর্কি পর সকালে কুলিয়ারচরের ষোলরশি গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি পরিস্থিতি শান্ত আছে। আর যেন কোনো ঘটনা না ঘটে, এ জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি।’
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনার পর ভৈরব ও কুলিয়ারচর দুই থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমার উভয় থানার ওসি ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য কমিটি করে দেওয়া হয়েছে।’
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা বলেন, ‘সামান্য একটি ইস্যু নিয়ে এভাবে সংঘর্ষে জড়ানো খুবই দুঃখজনক।’
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, ক্যারম খেলাকে কেন্দ্র করে ভৈরব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত ভৈরব উপজেলার আতকাপাড়া ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, সোমবার (৭ এপ্রিল) রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারম খেলতে যান পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। সেখানে ক্যারম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করে আতকাপাড়া গ্রামের লোকজন।
পরে এ নিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আবার তর্কাতর্কি হলে একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনায় আহত কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামের মো. রিপন বলেন, ‘ঘটনা কী নিয়ে আমি জানি না। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ কিছু লোকজন এসে আমাকে মারধর করে।’
ষোলরশি গ্রামের আহত শফিকুল ইসলাম বলেন, ‘ক্যারম খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসি। এসে দেখি ভৈরবের লোকজন আমাদের এলাকায় উঠে পড়ছে। এ সময় ইটের আঘাতে আমার মাথা ফেটে যায়।’
ভৈরব উপজেলার আতকাপাড়া গ্রামের মো. রবিন বলেন, ক্যারম খেলা নিয়ে রাতে তর্কাতর্কি হয়। সেই তর্কাতর্কি পর সকালে কুলিয়ারচরের ষোলরশি গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি পরিস্থিতি শান্ত আছে। আর যেন কোনো ঘটনা না ঘটে, এ জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি।’
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনার পর ভৈরব ও কুলিয়ারচর দুই থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমার উভয় থানার ওসি ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য কমিটি করে দেওয়া হয়েছে।’
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা বলেন, ‘সামান্য একটি ইস্যু নিয়ে এভাবে সংঘর্ষে জড়ানো খুবই দুঃখজনক।’
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, ক্যারম খেলাকে কেন্দ্র করে ভৈরব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) পদ থেকে বদলি করা হয়েছিল শফিকুল ইসলামকে। তবে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে বরং ৬০ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন তিনি। বিএমডিএর বিএনপিপন্থী ও দীর্ঘ সময় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ...
৪ ঘণ্টা আগেরাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের জুনিয়র আইটি অফিসার হিসেবে ২০১২ সালের নভেম্বরে চুক্তিভিত্তিক নিয়োগ পান শহিদুর রহমান। এর পর থেকে প্রায় ১৫ বছর ধরে চাকরি করছেন তিনি। একই পদে শহিদুরের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে কর্মরত আছেন আরও ২৭ জন।
৪ ঘণ্টা আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন এবং পাশের প্রশাসনিক ভবনের সংস্কারসহ বেশ কিছু মালামাল ক্রয়ের টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কলেজটির প্রশাসনিক ও একাডেমিক ভবন-১ মেরামতের..
৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেলেও ফের সক্রিয় হয়ে উঠেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আতঙ্ক হিসেবে পরিচিত মোখলেসুর রহমান সুমন (৩৬)। তাঁর অত্যাচারে অতিষ্ঠ নিজ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
৪ ঘণ্টা আগে