Ajker Patrika

ক্যারম খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে দুটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
কিশোরগঞ্জে দুটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুরে ১২টা পর্যন্ত ভৈরব উপজেলার আতকাপাড়া ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানায়, সোমবার (৭ এপ্রিল) রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারম খেলতে যান পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। সেখানে ক্যারম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করে আতকাপাড়া গ্রামের লোকজন।

পরে এ নিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আবার তর্কাতর্কি হলে একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনায় আহত কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামের মো. রিপন বলেন, ‘ঘটনা কী নিয়ে আমি জানি না। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ কিছু লোকজন এসে আমাকে মারধর করে।’

ষোলরশি গ্রামের আহত শফিকুল ইসলাম বলেন, ‘ক্যারম খেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসি। এসে দেখি ভৈরবের লোকজন আমাদের এলাকায় উঠে পড়ছে। এ সময় ইটের আঘাতে আমার মাথা ফেটে যায়।’

ভৈরব উপজেলার আতকাপাড়া গ্রামের মো. রবিন বলেন, ক্যারম খেলা নিয়ে রাতে তর্কাতর্কি হয়। সেই তর্কাতর্কি পর সকালে কুলিয়ারচরের ষোলরশি গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি পরিস্থিতি শান্ত আছে। আর যেন কোনো ঘটনা না ঘটে, এ জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি।’

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনার পর ভৈরব ও কুলিয়ারচর দুই থানার পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমার উভয় থানার ওসি ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য কমিটি করে দেওয়া হয়েছে।’

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা বলেন, ‘সামান্য একটি ইস্যু নিয়ে এভাবে সংঘর্ষে জড়ানো খুবই দুঃখজনক।’

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, ক্যারম খেলাকে কেন্দ্র করে ভৈরব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত