Ajker Patrika

টঙ্গীতে ফার্নিচার কারখানায় আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৪: ১৩
টঙ্গীতে ফার্নিচার কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীতে ফার্নিচার কারখানা ও গুদামে আগুন লেগেছে। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে গিয়ে কারখানাটির দুজন সহকারী জহির ও শামীম আহত হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সকালে সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় একটি আসবাবপত্র (ফার্নিচার) তৈরির কারখানায় আগুন লাগে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না এলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর জানায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনের ঘটনায় দুজন আহত হয়েছেন এমন খবর পাওয়া গেছে। তবে আগুনে প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি জানিয়েছেন কারখানা মালিক এম এ হানিফ। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

কারখানার মালিক এম এ হানিফ বলেন, ‘আমার কারখানায় প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কারখানায় উৎপাদনের পাশাপাশি উৎপাদিত আসভাবপত্র তৈরি শেষে পাশের একটি গুদামঘরে মজুত করা হতো। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার কারখানায় দুজন সহযোগী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত