সাভার(ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ওই পোশাক কারখানায় আগে নিয়মিতভাবে শ্রমিক ও কর্মকর্তাদের বেতন পরিশোধ করা হতো। কিন্তু জানুয়ারি মাস থেকে কারখানার মালিকপক্ষ বেতন পরিশোধ করেন না। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে। সে কারণে কারখানার শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের দাবি মালিকপক্ষ বেতন কবে নাগাদ পরিশোধ করেন তা নিয়ে টালবাহানা করছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা সমাধানের চেষ্টা করছি।
অবরোধ চলাকালে সড়কে যাত্রীদের ভোগান্তি তুলে ধরে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ। কয়েক দফা অনুরোধ করার পরও শ্রমিকেরা সড়ক না ছাড়ায় বিকেল ৪টার দিকে কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল শুরু হয়।
পুলিশ জানায়, শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধের চেষ্টা চলছে।
ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ওই পোশাক কারখানায় আগে নিয়মিতভাবে শ্রমিক ও কর্মকর্তাদের বেতন পরিশোধ করা হতো। কিন্তু জানুয়ারি মাস থেকে কারখানার মালিকপক্ষ বেতন পরিশোধ করেন না। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে। সে কারণে কারখানার শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে। শ্রমিকদের দাবি মালিকপক্ষ বেতন কবে নাগাদ পরিশোধ করেন তা নিয়ে টালবাহানা করছে।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা সমাধানের চেষ্টা করছি।
অবরোধ চলাকালে সড়কে যাত্রীদের ভোগান্তি তুলে ধরে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ। কয়েক দফা অনুরোধ করার পরও শ্রমিকেরা সড়ক না ছাড়ায় বিকেল ৪টার দিকে কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল শুরু হয়।
পুলিশ জানায়, শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধের চেষ্টা চলছে।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১০ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেসম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় চিকিৎসাধীন ধর্ষণের শিকার মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় শিশুটির মা আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়ের কাছেই আছি। আমার মেয়ের শারীরিক অবস্থা ভালো না। ডাক্তার বলছে—“আল্লাহকে ডাকেন। ”’
১৬ মিনিট আগেশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আল মামুন নামের সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় এনএসআই সদস্যরা এসব স্বর্ণ জব্দ করেন।
২৪ মিনিট আগে৫ দফা দাবিতে ঢাকায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। আজ বুধবার হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ করেন তাঁরা। এ সময় বিক্ষোভকারীরা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন।
২৬ মিনিট আগে