Ajker Patrika

দেশের প্রথম ভার্চুয়াল জাদুঘরের যাত্রা শুরু হচ্ছে সোমবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে দেশের প্রথম ভার্চুয়াল মিউজিয়াম উদ্বোধন করা হবে আগামীকাল সোমবার সন্ধ্যায়। 
 
ঐতিহ্যবাহী স্থাপনা ও পুরাকীর্তিগুলোকে ডিজিটাল রিস্টোরেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে এ ভার্চুয়াল মিউজিয়াম। ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, সোনারগাঁওয়ের বড় সরদার বাড়ি, নারায়ণগঞ্জের পানাম নগর ও দিনাজপুরের কান্তজি মন্দির ঘুরে আসা যাবে। 

দেশের প্রথম ভার্চুয়াল মিউজিয়াম। ঘরে বসে দেখা যাবে দেশের প্রাচীন ও দর্শনীয় স্থাপনাভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ উদ্যোগের প্রধান নির্বাহী ও ডেভেলপার আহমেদ জামান সঞ্জীব বলেন, ‘২০১৭ সালে পানাম সিটিতে বেড়াতে গিয়ে মনে হলো এটা আর খুব বেশি দিন ধরে রাখা যাবে না। এটা সবার মাঝে জীবন্ত রাখার জন্য কোনো কিছু করা যায় কি না এ নিয়ে ভাবনা ছিল। সেই ভাবনা থেকে মাথায় আসে হ্যাঁ, হয়তো একটা উপায় আছে ৷ এটা ভিআরে ডিজিটাল রেস্টোরেশন করা যায়।’ 

সেই থেকেই এক ঝাঁক সফটওয়্যার ডেভেলপার নিয়ে কাজ শুরু করেন আহমেদ জামান। তথ্য সংগ্রহ করে, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে অবশেষে একটি সিমুলেশন তৈরি করতে সক্ষম হন। এরপর চেহারা পেয়ে যান। তিনি বলেন, ‘এখানে থ্রিডি মডেলিং ও ডাটা স্ক্যানিংয়ের বিষয়তো আছেই। তারপর দেশের ইতিহাসবিদ, স্থপতি ও বিশেষজ্ঞদের দেখানোর পর তাঁরা মতামত দিয়েছেন। সেটিকে আরও একটি ফাইন টিউনিং করার পর একটা চেহারা স্পষ্ট হয়ে যায়।’ 

দেশের প্রথম ভার্চুয়াল মিউজিয়াম। ঘরে বসে দেখা যাবে দেশের প্রাচীন ও দর্শনীয় স্থাপনাএই উদ্যোগের প্রতিষ্ঠাতা আহমেদ জামান সঞ্জীব। সহপ্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেন ইয়াসমিন রত্না, ওমর শরীফ এবং আশেক এ ইলাহী অনি।। প্রকল্পটির উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। 

সার্বিক বিষয় নিয়ে ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ প্রকল্পের প্রধান আহমেদ জামান সঞ্জীব বলেন, ‘আমাদের দীর্ঘদিনের পরিশ্রম সফল হতে চলেছে। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের দিন। আশা করি, ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে অবদান রাখবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত