নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের সাম্প্রদায়িকতা তোষণ নীতি, বিচারহীনতার সংস্কৃতি ও অব্যাহত দুঃশাসনের ফলে সমাজে অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বত্র মানুষের অংশগ্রহণ ও গণতন্ত্র নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।
আজ বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে নড়াইলে শিক্ষক নির্যাতন ও সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জোটের নেতৃবৃন্দ বলেন, ‘নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের ওপর প্রশাসনের উপস্থিতিতে নির্যাতন-লাঞ্ছনা, সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা—এই সব ঘটনাই সরকারের সাম্প্রদায়িকতা তোষণ নীতি, বিচারহীনতার সংস্কৃতি ও অব্যাহত দুঃশাসনের ফল। এই দায় সরকার এড়াতে পারে না।’ তাঁরা বলেন, এসব ঘটনার তদন্ত করে প্রকৃত দোষী ও নেপথ্যের হোতাদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অধ্যক্ষকে যথাযথ মর্যাদায় দ্রুত কলেজে ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে।
বাম জোটের নেতারা বলেন, সমাজে সাম্প্রদায়িক প্রবণতা বাড়ছে। সমাজ অসহিষ্ণু হয়ে উঠেছে, ছাত্র শিক্ষককে পিটিয়ে মেরে ফেলছে। এর থেকে উত্তরণে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে হবে। সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বত্র মানুষের অংশগ্রহণ ও গণতন্ত্র নিশ্চিত করতে হবে। তাঁরা বলেন, বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে স্বার্থান্বেষী মহল, ব্যক্তি, গোষ্ঠী নিজস্ব স্বার্থ হাসিল করে। এ জন্য ক্ষমতাসীন দলকে ব্যবহার করা হয়। এর থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে। তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে ন্যক্কারজনক এসব ঘটনার দায় সরকারকেই নিতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ সাম্প্রদায়িক তাণ্ডব ও অব্যাহত দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিচারহীনতা ও সরকারের সাম্প্রদায়িকতা তোষণের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ, মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা বিধান দাস প্রমুখ।
সরকারের সাম্প্রদায়িকতা তোষণ নীতি, বিচারহীনতার সংস্কৃতি ও অব্যাহত দুঃশাসনের ফলে সমাজে অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সর্বত্র মানুষের অংশগ্রহণ ও গণতন্ত্র নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।
আজ বুধবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে নড়াইলে শিক্ষক নির্যাতন ও সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জোটের নেতৃবৃন্দ বলেন, ‘নড়াইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের ওপর প্রশাসনের উপস্থিতিতে নির্যাতন-লাঞ্ছনা, সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা—এই সব ঘটনাই সরকারের সাম্প্রদায়িকতা তোষণ নীতি, বিচারহীনতার সংস্কৃতি ও অব্যাহত দুঃশাসনের ফল। এই দায় সরকার এড়াতে পারে না।’ তাঁরা বলেন, এসব ঘটনার তদন্ত করে প্রকৃত দোষী ও নেপথ্যের হোতাদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অধ্যক্ষকে যথাযথ মর্যাদায় দ্রুত কলেজে ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে।
বাম জোটের নেতারা বলেন, সমাজে সাম্প্রদায়িক প্রবণতা বাড়ছে। সমাজ অসহিষ্ণু হয়ে উঠেছে, ছাত্র শিক্ষককে পিটিয়ে মেরে ফেলছে। এর থেকে উত্তরণে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে হবে। সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বত্র মানুষের অংশগ্রহণ ও গণতন্ত্র নিশ্চিত করতে হবে। তাঁরা বলেন, বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে স্বার্থান্বেষী মহল, ব্যক্তি, গোষ্ঠী নিজস্ব স্বার্থ হাসিল করে। এ জন্য ক্ষমতাসীন দলকে ব্যবহার করা হয়। এর থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে। তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে ন্যক্কারজনক এসব ঘটনার দায় সরকারকেই নিতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ সাম্প্রদায়িক তাণ্ডব ও অব্যাহত দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিচারহীনতা ও সরকারের সাম্প্রদায়িকতা তোষণের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ, মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নেতা বিধান দাস প্রমুখ।
মাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
১৫ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
১৯ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা হোসনে আরা খাতুনের বাসার টেলিফোন সংযোগ ছিল একসময়। ১০ বছর আগে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন স্থানীয় বিটিসিএল কার্যালয়ে যোগাযোগ করেছেন সংযোগ সচল করতে। তারা জানিয়েছে, মাটির নিচের কেব্ল লাইন নষ্ট হয়েছে। বরাদ্দ এলে মেরামত করা হবে।
২১ মিনিট আগে‘আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে’—এমন গুজব ছড়িয়ে ‘মব’ সৃষ্টি করে রাজধানীর গুলশানের একটি বাড়িতে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ১২টায় তল্লাশির কথা বলে বাড়িটিতে ঢুকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট ও ভাঙচুর করে তারা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা
২৩ মিনিট আগে