প্রতিনিধি
রাজবাড়ী (গোয়ালন্দ): দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের শিকল ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক এখনও নিখোঁজ রয়েছেন। মাইক্রোবাসটিতে আরও আরোহী ছিলেন কিনা তা নিশ্চিত নয়। গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝড়ে ৫ নম্বর ফেরিঘাটে শিকল ছিঁড়ে পন্টুন ঘাট থেকে সরে যায়। এসময় পন্টুনের উপর থাকা ঢাকাগামী একটি নোয়াহ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৪-২৬০৮) নদীতে পড়ে যায়। বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত চালককে উদ্ধার করতে না পারলেও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকারী জাহাজ 'হামজা' উপস্থিত হলেও বিআইডব্লিউটিসির ক্রেন দিয়েই গাড়িটি পানি থেকে তোলা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ৫ নম্বর ঘাটে ভিড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী নোয়াহ মাইক্রোবাসটি উঠতে যায়। এসময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের শিকল ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি নদীতে চলে যায়। মাইক্রোবাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়।
পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তারা গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি দলসহ নৌ-পুলিশের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দিয়েছে। বেলা ১২টার পর থেকে তারা উদ্ধারকাজ শুরু করেন। সাড়ে ১২টা পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও ভেতরে থাকা কাউকে উদ্ধার করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকাগামী এক যাত্রী জাহিদ হাসান বলেন, গাড়িটি নদীতে পড়ার সময় চালক জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। গাড়িতে কালো গ্লাস লাগানো থাকায় ভেতরের কাউকে দেখা যায়নি।
উদ্ধার কাজে নেতৃত্বদানকারী রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই আমাদের ফোন আসে এবং ঘটনাস্থলে আমরা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করি। আমাদের সাথে আরিচা নৌ-পুলিশের ডুবুরি দলও অংশ নেন। গাড়টি উদ্ধার করা গেলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
গাড়ির ভেতরে জীবিত অথবা মৃত কাউকেই পাওয়া যায়নি বলে জানান ডুবুরি দলের নেতৃত্বদানকারী মেরিনের এ জি এম আব্দুস সাত্তার।
রাজবাড়ী (গোয়ালন্দ): দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের শিকল ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক এখনও নিখোঁজ রয়েছেন। মাইক্রোবাসটিতে আরও আরোহী ছিলেন কিনা তা নিশ্চিত নয়। গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝড়ে ৫ নম্বর ফেরিঘাটে শিকল ছিঁড়ে পন্টুন ঘাট থেকে সরে যায়। এসময় পন্টুনের উপর থাকা ঢাকাগামী একটি নোয়াহ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৪-২৬০৮) নদীতে পড়ে যায়। বেলা ১২টার দিকে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও আরিচা নৌ-ফাঁড়ির ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত চালককে উদ্ধার করতে না পারলেও গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকারী জাহাজ 'হামজা' উপস্থিত হলেও বিআইডব্লিউটিসির ক্রেন দিয়েই গাড়িটি পানি থেকে তোলা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী আজকের পত্রিকাকে বলেন, ৫ নম্বর ঘাটে ভিড়ানো ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতায় ঢাকাগামী নোয়াহ মাইক্রোবাসটি উঠতে যায়। এসময় কালবৈশাখী ঝড় শুরু হলে ঘাট থেকে পন্টুনের ডান পাশের শিকল ছিঁড়ে যায়। একই সঙ্গে পন্টুনের বাম পাশের খুঁটি ভেঙে পন্টুনটি নদীতে চলে যায়। মাইক্রোবাসটি ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যায়।
পুলিশ পরিদর্শক মোন্নাফ আলী আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ঢাকাগামী কয়েকজন যাত্রী ছিলেন। তারা গাড়ি থেকে নামতে সক্ষম হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি দলসহ নৌ-পুলিশের ডুবুরি দল উদ্ধারকাজে যোগ দিয়েছে। বেলা ১২টার পর থেকে তারা উদ্ধারকাজ শুরু করেন। সাড়ে ১২টা পর্যন্ত মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও ভেতরে থাকা কাউকে উদ্ধার করা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকাগামী এক যাত্রী জাহিদ হাসান বলেন, গাড়িটি নদীতে পড়ার সময় চালক জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। গাড়িতে কালো গ্লাস লাগানো থাকায় ভেতরের কাউকে দেখা যায়নি।
উদ্ধার কাজে নেতৃত্বদানকারী রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পরপরই আমাদের ফোন আসে এবং ঘটনাস্থলে আমরা দ্রুত এসে উদ্ধার কাজ শুরু করি। আমাদের সাথে আরিচা নৌ-পুলিশের ডুবুরি দলও অংশ নেন। গাড়টি উদ্ধার করা গেলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
গাড়ির ভেতরে জীবিত অথবা মৃত কাউকেই পাওয়া যায়নি বলে জানান ডুবুরি দলের নেতৃত্বদানকারী মেরিনের এ জি এম আব্দুস সাত্তার।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৪০ মিনিট আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২ ঘণ্টা আগে