কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে শাকিরিন আক্তার (২০) নামের এক নারী হত্যা মামলায় তাঁর সাবেক স্বামী সাইদুর রহমান সানিকে (২৬) র্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেটের পিডিবি এলাকার শাহ আলমের ছেলে। নিহত শাকিরিন আক্তার উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণপাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে। তাঁর এক সন্তান রয়েছে।
ওসি আলাউদ্দিন বলেন, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাইদুর রহমান সানিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোডের হাসেমবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জের পূর্বাচল (সিপিসি-৩) র্যাব-১ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র্যাব-১১ (সিপিসি-১) টহল দলের সদস্যদের সহায়তায় গতকাল সোমবার রাতে কালীগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ওসি আলাউদ্দিন বলেন, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাইদুর রহমান সানি নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোডের হাসেমবাগ এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা-পুলিশ রূপগঞ্জের পূর্বাচল (সিপিসি-৩) র্যাব-১ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র্যাব-১১ (সিপিসি-১) টহল টিমের সদস্যদের সহায়তায় গতকার সোমবার রাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সাইদুর রহমান সানি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, সাবেক স্ত্রীকে নিয়ে ঘটনার দিন ঘুরতে যান তিনি। ঘোরাঘুরি শেষে নার্ভানা এলাকায় খড়ের গাদার পাশে নিয়ে ধর্ষণ শেষে ওড়নার সাহায্যে শ্বাসরোধে হত্যা করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সাইদুর রহমান সানির সঙ্গে ঘুরতে গিয়ে শাকিরিন আক্তার নিখোঁজ হন। ২৫ সেপ্টেম্বর রাতে শাকিরিনের বাবা হারুন শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৬ সেপ্টেম্বর বিকেলে নিজ গ্রাম থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
গাজীপুরের কালীগঞ্জে শাকিরিন আক্তার (২০) নামের এক নারী হত্যা মামলায় তাঁর সাবেক স্বামী সাইদুর রহমান সানিকে (২৬) র্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেটের পিডিবি এলাকার শাহ আলমের ছেলে। নিহত শাকিরিন আক্তার উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণপাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে। তাঁর এক সন্তান রয়েছে।
ওসি আলাউদ্দিন বলেন, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাইদুর রহমান সানিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোডের হাসেমবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জের পূর্বাচল (সিপিসি-৩) র্যাব-১ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র্যাব-১১ (সিপিসি-১) টহল দলের সদস্যদের সহায়তায় গতকাল সোমবার রাতে কালীগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ওসি আলাউদ্দিন বলেন, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাইদুর রহমান সানি নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোডের হাসেমবাগ এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা-পুলিশ রূপগঞ্জের পূর্বাচল (সিপিসি-৩) র্যাব-১ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র্যাব-১১ (সিপিসি-১) টহল টিমের সদস্যদের সহায়তায় গতকার সোমবার রাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর সাইদুর রহমান সানি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, সাবেক স্ত্রীকে নিয়ে ঘটনার দিন ঘুরতে যান তিনি। ঘোরাঘুরি শেষে নার্ভানা এলাকায় খড়ের গাদার পাশে নিয়ে ধর্ষণ শেষে ওড়নার সাহায্যে শ্বাসরোধে হত্যা করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সাইদুর রহমান সানির সঙ্গে ঘুরতে গিয়ে শাকিরিন আক্তার নিখোঁজ হন। ২৫ সেপ্টেম্বর রাতে শাকিরিনের বাবা হারুন শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৬ সেপ্টেম্বর বিকেলে নিজ গ্রাম থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে খালের পাড় থেকে খননযন্ত্র পর্যন্ত ‘লাল গালিচা’ বিছানোর ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি বলছে, কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য এখানে নেই। শুধু পিচ্ছিল পথে নিরাপত্তার জন্য লাল রঙের ‘কার্পেট সদৃশ ম্যাট’ ব্যব
১০ মিনিট আগেনাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেময়মনসিংহে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার থেকে আজ (রোববার) বিকেল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৮ মিনিট আগেকিশোরগঞ্জের ভৈরবে আবারও মেঘনা নদীর ভাঙন শুরু হয়েছে। গত সোমবার রাত থেকে ভাঙন শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে। সাত দিনের ব্যাপক ভাঙনের ঝুঁকিতে ভৈরবের বাণিজ্য কেন্দ্র, দুটি রেলওয়ে এবং একটি সেতু। এতে আতঙ্কিত ভৈরব বাজারের বাসিন্দা ও ব্যবসায়ীরা।
২২ মিনিট আগে