Ajker Patrika

কালীগঞ্জে সাবেক স্ত্রী হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image
পুলিশের সঙ্গে সাইদুর রহমান সানি। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে শাকিরিন আক্তার (২০) নামের এক নারী হত্যা মামলায় তাঁর সাবেক স্বামী সাইদুর রহমান সানিকে (২৬) র‍্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা-পুলিশ। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেটের পিডিবি এলাকার শাহ আলমের ছেলে। নিহত শাকিরিন আক্তার উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণপাড়া) গ্রামের হারুন শেখের মেয়ে। তাঁর এক সন্তান রয়েছে।

ওসি আলাউদ্দিন বলেন, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাইদুর রহমান সানিকে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোডের হাসেমবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জের পূর্বাচল (সিপিসি-৩) র‍্যাব-১ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র‍্যাব-১১ (সিপিসি-১) টহল দলের সদস্যদের সহায়তায় গতকাল সোমবার রাতে কালীগঞ্জ থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

kalignaj-1

ওসি আলাউদ্দিন বলেন, শাকিরিন আক্তার হত্যা মামলার প্রধান আসামি সাইদুর রহমান সানি নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা রোডের হাসেমবাগ এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা-পুলিশ রূপগঞ্জের পূর্বাচল (সিপিসি-৩) র‍্যাব-১ এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ র‍্যাব-১১ (সিপিসি-১) টহল টিমের সদস্যদের সহায়তায় গতকার সোমবার রাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর সাইদুর রহমান সানি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, সাবেক স্ত্রীকে নিয়ে ঘটনার দিন ঘুরতে যান তিনি। ঘোরাঘুরি শেষে নার্ভানা এলাকায় খড়ের গাদার পাশে নিয়ে ধর্ষণ শেষে ওড়নার সাহায্যে শ্বাসরোধে হত্যা করেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সাইদুর রহমান সানির সঙ্গে ঘুরতে গিয়ে শাকিরিন আক্তার নিখোঁজ হন। ২৫ সেপ্টেম্বর রাতে শাকিরিনের বাবা হারুন শেখ বাদী হয়ে কালীগঞ্জ থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৬ সেপ্টেম্বর বিকেলে নিজ গ্রাম থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত