ঢাবি সংবাদদাতা
সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারের নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’– লিখে আত্মহত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিনাক রঞ্জন সরকার।
গতকাল সোমবার রাত আনুমানিক ৮টায় রাজধানীর হাতিরপুল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সহপাঠীদের বক্তব্য অনুযায়ী তিনি হতাশা থেকে আত্মহত্যা করেছেন। পিনাক রঞ্জনকে তাঁর হাতিরপুলের বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়। থানার আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাস্পাতালে নেওয়া হয়।
পিনাক রঞ্জনের সহপাঠী অর্নব চন্দ্র দেব বলেন, ‘সোমবার রাতে আমরা পিনাক রঞ্জনের ফেসবুকের মেসেঞ্জার নোটসে “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়” লেখাটি দেখতে পাই। এ নোট দেখে তাঁর রুমমেট ও সহপাঠী জাহিদুল ইসলামকে জানাই। তখন জাহিদ তাঁর অফিসে ছিল। সে অফিস থেকে এসে দেখে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ। জাহিদ তাৎক্ষণিক ৯৯৯এ কল দিলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’ অর্ণব আরও বলেন, ‘পিনাক রঞ্জন সরকারের বাড়ি ময়মনসিংহ। তিনি কিছুটা চাপা স্বভাবের ছিলেন।
নিজের আবেগ,অনুভূতি, হতাশা খুব একটা প্রকাশ করতেন না। তবে তাঁর কাছের বন্ধুরা তাঁকে গত কয়েকদিন হতাশায় ভুগতে দেখেছেন। এ হতাশার কারণ অস্পষ্ট। ধারণা করা হচ্ছে পিনাক রঞ্জন এ হতাশা থেকেই আত্মহত্যা করেছেন।’ এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘চারুকলা অনুষদের শিক্ষার্থী পিনাক রঞ্জনের মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইস্রাফিল প্রাং গিয়েছেন। তিনি বিস্তারিত বলতে পারবেন। এ বিষয়ে সহকারী প্রক্টর ইস্রাফিল প্রাংএর সাথে একাধিকবার যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারের নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’– লিখে আত্মহত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিনাক রঞ্জন সরকার।
গতকাল সোমবার রাত আনুমানিক ৮টায় রাজধানীর হাতিরপুল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সহপাঠীদের বক্তব্য অনুযায়ী তিনি হতাশা থেকে আত্মহত্যা করেছেন। পিনাক রঞ্জনকে তাঁর হাতিরপুলের বাসায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়। থানার আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাস্পাতালে নেওয়া হয়।
পিনাক রঞ্জনের সহপাঠী অর্নব চন্দ্র দেব বলেন, ‘সোমবার রাতে আমরা পিনাক রঞ্জনের ফেসবুকের মেসেঞ্জার নোটসে “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়” লেখাটি দেখতে পাই। এ নোট দেখে তাঁর রুমমেট ও সহপাঠী জাহিদুল ইসলামকে জানাই। তখন জাহিদ তাঁর অফিসে ছিল। সে অফিস থেকে এসে দেখে কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ। জাহিদ তাৎক্ষণিক ৯৯৯এ কল দিলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।’ অর্ণব আরও বলেন, ‘পিনাক রঞ্জন সরকারের বাড়ি ময়মনসিংহ। তিনি কিছুটা চাপা স্বভাবের ছিলেন।
নিজের আবেগ,অনুভূতি, হতাশা খুব একটা প্রকাশ করতেন না। তবে তাঁর কাছের বন্ধুরা তাঁকে গত কয়েকদিন হতাশায় ভুগতে দেখেছেন। এ হতাশার কারণ অস্পষ্ট। ধারণা করা হচ্ছে পিনাক রঞ্জন এ হতাশা থেকেই আত্মহত্যা করেছেন।’ এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘চারুকলা অনুষদের শিক্ষার্থী পিনাক রঞ্জনের মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইস্রাফিল প্রাং গিয়েছেন। তিনি বিস্তারিত বলতে পারবেন। এ বিষয়ে সহকারী প্রক্টর ইস্রাফিল প্রাংএর সাথে একাধিকবার যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।’
বাঁশের তৈরি কাঁচা বেড়ার গায়ে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন মকবুল হোসেন। দৃষ্টি ছেলে আবু সাঈদের সমাধিস্থলের দিকে। আবু সাঈদের মা মনোয়ারা বেগম সমাধিস্থলের অদূরেই পুরোনো মাটির ঘরে বসে আছেন। হাতে সাঈদের পরনের শেষ কালো টি-শার্ট। কথা বলার জন্য এগিয়ে যেতেই কেঁদে উঠলেন মনোয়ারা বেগম।
১ ঘণ্টা আগেগাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) ভূগর্ভস্থ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের জন্য দর আহ্বান করা হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবে সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কাজ দেওয়া হয়েছে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে। এতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ৩ কোটি ৬৭ লাখ...
২ ঘণ্টা আগেইসলামী আন্দোলন বাংলাদেশের মূল শক্তি চরমোনাই পীরের দরবার শরিফ ঘিরে। আর চরমোনাই এলাকাটির অবস্থান বরিশাল-৫ (নগর ও সদর) আসনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি হাতপাখা প্রতীকের দখলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে পীরের দল। সে জন্য তারা জামায়াতে ইসলামীর পর এবার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা...
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জের প্রামাণিকপাড়া গ্রামের সবজিচাষি আশরাফুল আলম। প্রতিদিন খেত থেকে সবজি তুলে হাটে নিয়ে যান বিক্রির জন্য। কিন্তু হাটে তাঁর জন্য কোনো নির্ধারিত জায়গা নেই। তাই বাধ্য হয়ে সড়কের ওপর বসে বিক্রি করেন নিজের উৎপাদিত শাকসবজি। অথচ হাটের ৫০ গজ দূরে কৃষকদের জন্য ২ কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে...
২ ঘণ্টা আগে