নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সব ‘অশ্লীল’ ছবি ও ভিডিও অপসারণ করতে পরীমণিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ও ঢাকার জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার আজ সোমবার এ নোটিশ পাঠান। আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।
এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, ভিডিও চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণকৃত কনটেন্ট যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই–সেসব সামাজিক মাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকার জন্যও নোটিশে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি গত ১ সেপ্টেম্বর মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান। ওই সময় হাতের তালুতে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। এরপর ১৫ সেপ্টেম্বর মামলার শুনানিতে আদালতে উপস্থিত হন। সেদিন তাঁর হাতের তালুতে লেখা ছিল ‘ফাক মি মোর’। এর একদিন পরই পরীমণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁর হাতে দেখা যায় জ্বলন্ত সিগারেট। প্রায় অর্ধনগ্ন ছবি পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!’ এ ছাড়া পরীমণি ২৪ অক্টোবর জন্মদিনের অনুষ্ঠান করেন। ওই সময় তাঁর গায়ে ছিল লাল রঙের শার্ট, যেটি পেট বরাবর বাঁধা। সঙ্গে ছিল সাদা ধুতির মতো এক ধরনের পোশাক। তার ঊরু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরোটাই ছিল নগ্ন। পরীমণি তাঁর হাতের তালুতে যে সাইনটি দেখিয়েছেন, সেটি অত্যন্ত অসম্মানজনক। এর মধ্যে ‘মধ্যমা আঙুল’ অশ্লীল ইঙ্গিত দিতে ব্যবহার করা হয়।
আইনি নোটিশে আরও বলা হয়, পরীমণির মতো একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এসব অশ্লীলতা প্রদর্শন কোনোভাবেই কাম্য নয়। কেননা পরীমণি একজন চলচ্চিত্র অভিনেত্রী বিধায় অনেকেই তাঁর আচার আচরণ, অঙ্গভঙ্গি, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করে থাকে। ফলে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা এই আচরণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে।
নোটিশে এ সংক্রান্ত আইন ও শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২০১২ সালের পর্নোগ্রাফি আইন-২-এর (গ) ধারায়– যৌন উত্তেজনা সৃষ্টিকারী এসব সংলাপ, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, ভিডিও, স্থির চিত্র, গ্রাফিকসকে পর্নোগ্রাফি বলা হয়েছে। এই ধরনের অপরাধের শাস্তি সম্পর্কে একই আইনের ৮ (৪) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করলে তিনি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। পর্নোগ্রাফি আইনের অপরাধসমূহ আমলযোগ্য এবং অজামিনযোগ্য।
নোটিশের বিষয়ে জানতে চাইলে পরীমণি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো নোটিশ পাইনি। নোটিশ পাওয়ার পর জবাব দেবার বিষয়টি দেখব।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সব ‘অশ্লীল’ ছবি ও ভিডিও অপসারণ করতে পরীমণিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ও ঢাকার জজ কোর্টের আইনজীবী ইসমাতুল্লাহ লাকী তালুকদার আজ সোমবার এ নোটিশ পাঠান। আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।
এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, ভিডিও চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণকৃত কনটেন্ট যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই–সেসব সামাজিক মাধ্যমে প্রকাশ করা থেকে বিরত থাকার জন্যও নোটিশে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি গত ১ সেপ্টেম্বর মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান। ওই সময় হাতের তালুতে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। এরপর ১৫ সেপ্টেম্বর মামলার শুনানিতে আদালতে উপস্থিত হন। সেদিন তাঁর হাতের তালুতে লেখা ছিল ‘ফাক মি মোর’। এর একদিন পরই পরীমণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁর হাতে দেখা যায় জ্বলন্ত সিগারেট। প্রায় অর্ধনগ্ন ছবি পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!’ এ ছাড়া পরীমণি ২৪ অক্টোবর জন্মদিনের অনুষ্ঠান করেন। ওই সময় তাঁর গায়ে ছিল লাল রঙের শার্ট, যেটি পেট বরাবর বাঁধা। সঙ্গে ছিল সাদা ধুতির মতো এক ধরনের পোশাক। তার ঊরু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরোটাই ছিল নগ্ন। পরীমণি তাঁর হাতের তালুতে যে সাইনটি দেখিয়েছেন, সেটি অত্যন্ত অসম্মানজনক। এর মধ্যে ‘মধ্যমা আঙুল’ অশ্লীল ইঙ্গিত দিতে ব্যবহার করা হয়।
আইনি নোটিশে আরও বলা হয়, পরীমণির মতো একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এসব অশ্লীলতা প্রদর্শন কোনোভাবেই কাম্য নয়। কেননা পরীমণি একজন চলচ্চিত্র অভিনেত্রী বিধায় অনেকেই তাঁর আচার আচরণ, অঙ্গভঙ্গি, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করে থাকে। ফলে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা এই আচরণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে।
নোটিশে এ সংক্রান্ত আইন ও শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ২০১২ সালের পর্নোগ্রাফি আইন-২-এর (গ) ধারায়– যৌন উত্তেজনা সৃষ্টিকারী এসব সংলাপ, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, ভিডিও, স্থির চিত্র, গ্রাফিকসকে পর্নোগ্রাফি বলা হয়েছে। এই ধরনের অপরাধের শাস্তি সম্পর্কে একই আইনের ৮ (৪) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করলে তিনি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। পর্নোগ্রাফি আইনের অপরাধসমূহ আমলযোগ্য এবং অজামিনযোগ্য।
নোটিশের বিষয়ে জানতে চাইলে পরীমণি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখনো নোটিশ পাইনি। নোটিশ পাওয়ার পর জবাব দেবার বিষয়টি দেখব।’
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৩ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৩ ঘণ্টা আগে