Ajker Patrika

সোনারগাঁয়ে ৮০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন 

সোনারগাঁয়ে ৮০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় ৮০০ অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
 
তিতাস গ্যাসের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার আবাসিকে ৮০০ অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে রান্নার কাজ চলছিল। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল অভিযান চালানো হয়। অবৈধ গ্যাস-সংযোগের ফলে ১০ বছরে সরকার ৮ কোটি টাকার রাজস্ববঞ্চিত হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের প্রকৌশলী তানভীর হাসান, আতিকুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত