Ajker Patrika

ঢাবিতে সাদা দলের শিক্ষকদের মুখোমুখি পাল্টা মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুন ২০২৩, ১৪: ৩৯
ঢাবিতে সাদা দলের শিক্ষকদের মুখোমুখি পাল্টা মানববন্ধন 

নির্দলীয় নির্বাচনকালীন সরকারের দাবিসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি–জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ শিক্ষকেরা। শিক্ষকদের মানববন্ধনস্থলের সামনে একই সময়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আরেক দল মানববন্ধন করেছে। সাদা দলের শিক্ষকনেতারা বলছেন, মুখোমুখি যাঁরা দাঁড়িয়েছেন তাঁরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দাঁড়ালেও তাঁদের স্লোগানে বোঝা গেছে তাঁরা বিশেষ একটি ছাত্রসংগঠনের সদস্য। 

আজ সোমবার দুপুর সোয়া ১২টায় ঢাবি অপরাজেয় বাংলার পাদদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান, দ্রব্যমূল্য কমানো ও বিরোধী রাজনীতিকদের গ্রেপ্তারের বিরোধিতা করে এই মানববন্ধনের আয়োজন করে ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। তাদের মানববন্ধন শুরুর দুই মিনিটের মধ্যে বিএনপি সরকারের আমলে ভোট জালিয়াতি, ভোট চুরি ও ভোটার তালিকা জালিয়াতির বিভিন্ন অভিযোগসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে এসে মুখোমুখি দাঁড়ান শিক্ষার্থীরা।

এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘আমরা সুনির্দিষ্ট দাবি নিয়ে এখানে মানববন্ধন করতে এসেছি। আমাদের সামনে একদল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসে দাঁড়িয়েছেন। তাঁরা পূর্বের সরকারের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছেন। এ জন্য তাঁদের ধন্যবাদ জানাই। আশা করি বর্তমান সরকারের অনিয়ম ও দুর্নীতি নিয়েও তাঁরা কথা বলবেন।’

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যাঁরা দাঁড়িয়েছেন তাঁরা কি আসলেই সাধারণ শিক্ষার্থী নাকি কোনো দলের সদস্য—এমন প্রশ্নের জবাবে মো. লুৎফর রহমান বলেন, ‘তাঁরা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দাঁড়িয়েছেন, এখন আমরা সেটাই ধরে নেব। তবে তাঁরা যে স্লোগান দিয়েছেন সেটায় মনে হয় তাঁরা একটি বিশেষ ছাত্রসংগঠনের সদস্য।’

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে অংশ নেওয়া মেহেদী হাসান নামে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের শিক্ষকদের একটা অংশ একটি দলের হয়ে রাজনৈতিক দাবি তুলছেন। আমরা ইতিপূর্বে দেখেছি তাদের নানা অপকর্ম ও ভোট জালিয়াতি ও চুরির ইতিহাস। শিক্ষকেরা যখন একটি দলের লেজুড়বৃত্তি করে তখন আমাদের কিছুটা দায় থেকে সেটিই আমরা করতে এসেছি।’

আপনারা ছাত্রলীগ করেন এমন অভিযোগ আসছে। এ ব্যাপারে কী বলবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আজ এখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দাঁড়িয়েছি। আর অন্য যে সংগঠনের কথা আপনারা বলছেন তারা আজ পরিবেশ দিবস নিয়ে আলাদা প্রোগ্রাম করছে। আমাদের এই প্রতিবাদের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই।’

সাদা দলের এই মানববন্ধনে কোনো মাইক ছিল না। এ বিষয়ে জানতে চাইলে দলের আহ্বায়ক  অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘আমাদের কলাভবনে বিদ্যুৎ নেই তাই মাইক ব্যবহার করতে পারছি না।’

সাদা দলের শিক্ষকদের মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মো. মহীউদ্দীন-ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট, আল আমীন-ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সম্পাদকসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত