Ajker Patrika

কাশিমপুর কারাগারে একই দিনে দুই বন্দীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮: ০৩
কাশিমপুর কারাগারে একই দিনে দুই বন্দীর মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক কয়েদি এবং মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে তাঁরা কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল দুই বন্দীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

মারা যাওয়া দুই বন্দী হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছার নামা মহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৬২) ও মাদারীপুর জেলার শিবচরের চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারী (৪২)। 

সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, সোমবার সকালে আবু বকর সিদ্দিক অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্তাগাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 

সিনিয়র জেল সুপার আরও জানান, কারাগারে আবু বকরের কয়েদি নম্বর ছিল ৪০৪৮/এ। তিনি দায়রা মামলা নং ৯০/২০০২, মুক্তাগাছা থানার মামলা নং ০৫(২) ২০০০, জি,আর-১০৪(২) ২০০০, ধারা ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে এ কারাগারে বন্দী ছিলেন।

দ্বিতীয় বন্দীর মৃত্যুর বিষয়ে এই কারা কর্মকর্তা বলেন, সকাল ৮টার দিকে কারাগারের আরেক বন্দী খোকন ব্যাপারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মাদকসহ পাঁচটি মামলার আসামি ছিলেন। ২০১৫ সালের ১০ মার্চ তাঁকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে তাঁর হাজতি নং-৭০৯/১৫। 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, ওই দুই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সিনিয়র জেল সুপার আব্দুর জলিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত