নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় কলার বাগানে জোড়া খুনের ঘটনার প্রধান পরিকল্পনাকারীসহ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার শেরপুর পশ্চিমপাড়ার তাজুল ইসলামের ছেলে মো. রহমত উল্লাহ (৩২) ও একই থানার শেরপুর কান্দাপাড়ার লুৎফর ওরফে লুৎফর মাস্টারের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে ভুট্টো (১৮)।
নরসিংদী থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, গত সোমবার (৫ ডিসেম্বর) শেরপুরের পূর্বপাড়া বিদিবাড়ি এলাকার কলার বাগানে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনার দুদিন পর গত বুধবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেরপুর পশ্চিমপাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসারকে (২৫) গ্রেপ্তার করে ডিবি। এ সময় আসামিরা জানান, অনলাইনে জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত কারণে ওই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরবর্তীতে ওই আসামিদের জবানবন্দি ও দেওয়া তথ্যমতে আজ ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় জোড়া খুনের প্রধান পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা জ্যাকেট ও একটি হাতুড়ি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে মোট ছয়জন জড়িত বলেও জানিয়েছেন তাঁরা।
মো. আল আমিন আরও বলেন, গ্রেপ্তারের পর পরই আসামিদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নরসিংদীর রায়পুরায় কলার বাগানে জোড়া খুনের ঘটনার প্রধান পরিকল্পনাকারীসহ আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা থানার শেরপুর পশ্চিমপাড়ার তাজুল ইসলামের ছেলে মো. রহমত উল্লাহ (৩২) ও একই থানার শেরপুর কান্দাপাড়ার লুৎফর ওরফে লুৎফর মাস্টারের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে ভুট্টো (১৮)।
নরসিংদী থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, গত সোমবার (৫ ডিসেম্বর) শেরপুরের পূর্বপাড়া বিদিবাড়ি এলাকার কলার বাগানে জোড়া খুনের ঘটনা ঘটে। এ ঘটনার দুদিন পর গত বুধবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেরপুর পশ্চিমপাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসারকে (২৫) গ্রেপ্তার করে ডিবি। এ সময় আসামিরা জানান, অনলাইনে জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত কারণে ওই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে আসামিদের আদালতে পাঠানো হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরবর্তীতে ওই আসামিদের জবানবন্দি ও দেওয়া তথ্যমতে আজ ভোরে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় জোড়া খুনের প্রধান পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা জ্যাকেট ও একটি হাতুড়ি জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে মোট ছয়জন জড়িত বলেও জানিয়েছেন তাঁরা।
মো. আল আমিন আরও বলেন, গ্রেপ্তারের পর পরই আসামিদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর ধানমন্ডিতে প্রায় দেড় যুগ আগে প্রতিষ্ঠিত হয় পপুলার মেডিকেল কলেজ। অভিযোগ রয়েছে, মৌলিক শর্তগুলো পূরণ না করলেও আবেদনের পরিপ্রেক্ষিতে বছরের পর বছর এই চিকিৎসা মহাবিদ্যালয়ে শিক্ষাবর্ষ নবায়ন ও আসন বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। অথচ কলেজটি নিজস্ব জমি, অবকাঠামো, হাসপাতালে শয্যাসংখ্যাসহ ১০টির বেশি...
৪১ মিনিট আগেচট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৭ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৮ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৮ ঘণ্টা আগে