Ajker Patrika

নরসিংদীতে নিখোঁজের পরদিন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
ব্যাবসায়ী কবির আহমেদ। ছবি: সংগৃহীত
ব্যাবসায়ী কবির আহমেদ। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে নিখোঁজ হওয়ার পরদিন কবির আহমেদ (৩৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া নতুন সেতুর পাশে মরদেহটি পাওয়া যায়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কবির আহমেদ শিবপুর বাজারের সদর রোডের একটি মার্কেটের কাপড় ব্যবসায়ী ও জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে গতকাল মঙ্গলবার রাতে কবির আহমেদ বাড়িতে ফেরেননি। আজ সকালে ধনাইয়া নতুন সেতুর পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।

গতকাল রাতে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে ব্রিজের পাশে ফেলে রাখে বলে ধারণা স্থানীয়দের।

এদিকে এই হত্যার খবর ছড়িয়ে পড়লে শিবপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হত্যার প্রতিবাদে ও দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে শিবপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য দেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত