Ajker Patrika

টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আবু সাঈদ খান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আবু সাঈদ খান মারা গেছেন

টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভিত্তিক টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান থিংক ট্যাংক লার্ন এশিয়ার জ্যেষ্ঠ পলিসি ফেলো আবু সাঈদ খান (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। আজ সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আবু সাঈদ খান দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বাদ জোহর সিএমএইচ মসজিদে তাঁর জানাজা হয়। টাঙ্গাইলে তাঁর স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে। 

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) প্রথম মহাসচিব ছিলেন আবু সাঈদ খান। ২০১০ সালের আগস্ট থেকে ২০১২ সালের জুলাই পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। 

এ ছাড়া তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন, বিশ্বব্যাংক, এরিকসন, হুয়াওয়ে, এডিএন গ্রুপে কাজ করেছেন। একসময় সাংবাদিকতাও করেছেন আবু সাঈদ খান। 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত