নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার বংশালে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১২ কাঠা জায়গা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ সোমবার রাজধানীর বংশালের মাজেদ সরদার রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ জায়গা উদ্ধার করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশেই এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় বাজার মূল্যে এখানকার প্রতি কাঠা জায়গার দাম ৫০ থেকে ৬০ লাখ টাকা। সে হিসাবে এই ১২ কাঠা জায়গার দাম ৬ থেকে ৮ কোটি টাকা হবে। যারা জায়গাটি দখল করে ছিল, নোটিশ পেয়ে তারা আগেই তাদের মালামাল সরিয়ে নিয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালাতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। ২ দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শেষ করতে পারব বলে আশা করছি।
মো. মনিরুজ্জামান আরও বলেন, জায়গাটি উদ্ধার করে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। পরে তারা এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মানিক জানান, এখানে একটি এনজিওর স্কুল ছিল। তারা এক বছর আগে চলে গিয়েছিল। পরে স্থানীয় কিছু গরিব মানুষ এখানে বাজার বসিয়েছিল, গরিব মানুষরাই এখানে বাজার করত। এ ছাড়া এক পাশে আশার আলো সমাজ কল্যাণ সংগঠন নামে একটি ক্লাবের কার্যক্রম ছিল। এটি উচ্ছেদ করায় ভালো হয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই জায়গায় অবৈধ পলিথিন কারখানাও ছিল।
এ সময় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন, আনসার সদস্যরাসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরান ঢাকার বংশালে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১২ কাঠা জায়গা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ সোমবার রাজধানীর বংশালের মাজেদ সরদার রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ জায়গা উদ্ধার করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশেই এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় বাজার মূল্যে এখানকার প্রতি কাঠা জায়গার দাম ৫০ থেকে ৬০ লাখ টাকা। সে হিসাবে এই ১২ কাঠা জায়গার দাম ৬ থেকে ৮ কোটি টাকা হবে। যারা জায়গাটি দখল করে ছিল, নোটিশ পেয়ে তারা আগেই তাদের মালামাল সরিয়ে নিয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালাতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। ২ দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শেষ করতে পারব বলে আশা করছি।
মো. মনিরুজ্জামান আরও বলেন, জায়গাটি উদ্ধার করে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। পরে তারা এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মানিক জানান, এখানে একটি এনজিওর স্কুল ছিল। তারা এক বছর আগে চলে গিয়েছিল। পরে স্থানীয় কিছু গরিব মানুষ এখানে বাজার বসিয়েছিল, গরিব মানুষরাই এখানে বাজার করত। এ ছাড়া এক পাশে আশার আলো সমাজ কল্যাণ সংগঠন নামে একটি ক্লাবের কার্যক্রম ছিল। এটি উচ্ছেদ করায় ভালো হয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই জায়গায় অবৈধ পলিথিন কারখানাও ছিল।
এ সময় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন, আনসার সদস্যরাসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।
১৯ মিনিট আগেনওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৫)।
৩৪ মিনিট আগেউত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
১ ঘণ্টা আগেআফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
১ ঘণ্টা আগে