Ajker Patrika

গুলশানে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিট, ৭ জনকে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৪৮
গুলশানে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে ৯ ইউনিট, ৭ জনকে উদ্ধার 

রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনের ৭ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট পথে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

গুলশানের ১২ তলা ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেআজ রোববার রাত ৭টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। 

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি, পরে পৃথকভাবে ছয়টিসহ মোট নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিতে আরও চারটি ইউনিট পথে রয়েছে। এগুলো যোগ দিলে মোট ১৩ ইউনিট হবে।’ 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছেহতাহতের বিষয়ে জানতে চাইলে শাহজাহান শিকদার বলেন, ‘ভবনের কয়েকটি ফ্ল্যাট থেকে এখন পর্যন্ত সাতজনকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়েছে। এদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ রয়েছেন। এখনই তাদের সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছে না। আহত বা নিহতের বিষয় এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত