Ajker Patrika

ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দিকে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মাননা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০: ২৬
Thumbnail image

ভাষাসৈনিক অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্দিকে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (মহিলা) থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্ব) ঢাকা শুদ্ধানন্দ অডিটরিয়াম ধর্মরাজিক কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্দি অসুস্থ থাকায় তাঁর পক্ষে সম্মাননা পদক গ্রহণ করেন ভারতেশ্বরী হোমসের বর্তমান অধ্যক্ষ মিস ত্রয়ী বড়ুয়া। এ সময় প্রতিভা মুৎসুদ্দি সম্পর্কে তিনি বক্তব্য রাখেন।

শিক্ষাবিদ হিসেবে এই অনুষ্ঠানে আরও সম্মাননা পান ভারতেশ্বরী হোমসের সাবেক অধ্যক্ষ মনিকা দেবী বড়ুয়া, উদ্যোক্তা শিখা বড়ুয়া। আজ প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা এমপি।

অনুষ্ঠান উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। এতে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাস, ভারতেশ্বরী হোমসের পক্ষে শিক্ষক মিস পূরবী সাহা, মিস পাইসানু মারমা।

ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ প্রতিভা মুৎসুদ্দি শিক্ষা ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে একুশে পদক, ২০০৬ সালে ‘বিশুদ্ধানন্দ স্বর্ণপদক’, ২০১৭ সালে বাংলা একাডেমির ফেলোশিপ লাভ করেন। এ ছাড়াও আরও বহু পুরস্কারে তিনি ভূষিত হন। তাঁর যোগ্য নেতৃত্বে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস ২০২০ সালে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান ‘স্বাধীনতা পদক’ লাভ করে। 

সভায় বক্তারা বলেন, ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি শুধু নামে নন, কর্মেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ছাত্রজীবন থেকে কর্ম জীবন, সামাজিক জীবন থেকে রাজনৈতিক জীবন, প্রতিভা মুৎসুদ্দি আলো হাতে চলেছেন আঁধার জয়ের প্রত্যয় নিয়ে। প্রতিরোধ চেতনায় তিনি উদ্দীপ্ত, শিক্ষা প্রসারের ব্রতে নিবেদিত। প্রতিভা মুৎসুদ্দি কৈশোরে ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্তির মধ্য দিয়ে গ্রহণ করেন জীবনের দীক্ষা, তারপর নানা বাধা ডিঙিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ শেষে নারীশিক্ষা প্রসারে নিজেকে নিবেদন করেছেন পরিপূর্ণভাবে। তিনি এ দেশে বাঙালি বৌদ্ধ মহিলাদের সমাজকর্মে উৎসাহ দিতে সব সময়ই সচেষ্ট থেকেছেন। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের (মহিলা) প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার স্নেহ ও সাহচর্য প্রতিভা মুৎসুদ্দির নিরন্তর প্রেরণার উৎস। শিক্ষা সংস্কৃতি মানব কল্যাণের চেতনা স্নাত পূর্ণ মানব গড়ার সাধনায় প্রতিভা মুৎসুদ্দি আদর্শের বাতিঘর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত